রাজনীতির লোকেদের মতো জেলা সফর রাজ্যপালের, বর্ধমানের পর এবার গন্তব্য তমলুক

বর্ধমান সফর শেষ করে এবার পূর্ব মেদিনীপুর সফরে রাজ্যপাল (Governor Jagdeep Dhankar)। বুধবার ১ দিনের সফরে পূর্ব মেদিনীপুর আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সঙ্গে থাকছেন স্ত্রী সুদেশ ধনকড়ও। মঙ্গলবার রাজ্যপাল নিজেই ট্যুইট করে তাঁর পূর্ব মেদিনীপুর সফরের কথা জানান।

নতুন বছরের গোড়াতে থেকেই একের পর এক জেলায় ঘুরে বেড়াচ্ছেন রাজ্যপাল (Jagdeep Dhankar)। ৪ তারিখ পূর্ব বর্ধমান গিয়েছিলেন তিনি। এবার পূর্ব মেদিনীপুর। মঙ্গলবার নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে নিজের পূর্ব মেদিনীপুর সফরের কথা জানান রাজ্যপাল জগদীপ ধনকড়। ৬ জানুয়ারি তমলুক যাবেন সস্ত্রীক রাজ্যপাল। এখানে বর্গভীমা মন্দিরে পুজো দেবেন এবং পুরতত্ত্ব জাদুঘর ঘুরে দেখবেন। দুপুর দেড়টা নাগাদ কোলাঘাটে সার্কিট হাউসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতির মাঝে রাজ্যপালের জেলা সফরের দিকে রাজ্যের রাজনৈতিক মহলের নজর থাকবে বলেই মনে করছেন সবাই।

আরও পড়ুন- ‘চূড়ান্ত নাটক’, করোনা আক্রান্ত অভিনেত্রীর সরকারি হাসপাতালে ভর্তি হতে ‘আপত্তি’

Advt