আজ কি আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আপনার সামনে কি বাধা আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আপনার রাশিফল কি বলছে –

মেষ:প্রতিবেশীর সঙ্গে শত্রুতা থেকে দূরে থাকুন।সকালের দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ বন্ধুর প্রতি ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ।
বৃষ:অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ।

কর্কট:বাবার শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে।

কন্যা:পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। ভ্রমণের পরিকল্পনা নষ্ট হতে পারে। সকাল থেকে মানসিক চাপ বাড়তে পারে।




বৃশ্চিক:বড় ভাই ও বন্ধুর সাহায্যে আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সফল হবেন। আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারেন।


মকর:অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ায় ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের কোনও ভাল খবর পেতে পারেন।

মীন:অর্থ ভাগ্য মধ্যম প্রকার। প্রেমের ব্যাপারে অবসাদ আসতে পারে। আজ একটু বিষণ্ণ ভাব আসতে পারে। নিজের মতে না চলায় সমস্যা হবে।
আরও পড়ুন- রাজনীতিতে আসা পাকা, বেহালা পশ্চিম থেকেই প্রার্থী হতে চলেছেন সৌরভ!