Thursday, August 21, 2025

মন্ত্রিত্ব, জেলা সভাপতির পদ ছাড়লেন লক্ষ্মীরতন, নাড্ডার সফরেই কী বিজেপিতে?

Date:

রাজনীতি থেকে অবসর নিতে চেয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী ও হাওড়া জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন লক্ষ্মীরতন শুক্লা। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সকালেই। নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর পদত্যাগ গ্রহণ করা হবে। আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। রাজনৈতিক মহলে গুঞ্জন, লক্ষ্মী হয়তো সেই সময় পতাকা বদল করতে পারেন। কারণ, তাঁকে নিয়ে বহুদিন থেকেই চলছিল গুঞ্জন।

আরও পড়ুন – বাংলায় বিজেপিকে আনার জন্য দায়ী তৃণমূল, অভিযোগ সিদ্দিকির

পদত্যাগপত্র পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে লক্ষ্মী জানান, আমি আর রাজনীতিই করতে চাই না। ফিরতে চাই খেলার জগতে। তাই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি। তবে তৃণমূলের বিধায়ক হিসাবে মেয়াদ শেষ করতে চাই। ফলে তাঁর রাজনীতিতে থাকা না থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজনীতিতে না থাকতে চাইলে বিধায়ক পদ রেখে দিচ্ছেন কেন? ইতিমধ্যে তিনি হাওড়া জেলার তৃণমূল সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন।

পদত্যাগ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষকে সম্মান দিয়েছেন, পদ দিয়েছেন। এখন ভোটের আগে বোধদয় হলেও তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসবে না। লক্ষ্মীর বিরোধী বলে পরিচিত শহর জেলা সভাপতি অরূপ রায় বলেন, জানতাম না। ও আমার ছোট ভাইয়ের মতো। তবে ভোটের আগে সেনাপতির যুদ্ধক্ষেত্র ত্যাগ করা মোটেই ঠিক নয়। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, নীতিহীন রাজনৈতিক দলে কেউ থাকতে চাইছেন না। লক্ষ্মীর পদত্যাগ তারই উদাহরণ।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version