Friday, August 22, 2025

বিধানসভা নির্বাচনের আগেই দল ঘোষণা করবেন বলে জানালেন আব্বাস সিদ্দিকি। রবিবার ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) সঙ্গে বৈঠক সেরেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। সোমবার বারাসতে ব্যারাকপুর রোড সংলগ্ন নারায়ণপুর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিদ্দিকি সাফ জানিয়েদিলেন রাজনীতি সবার। তিনি সব ধর্মের মানুষকে নিয়ে চলতে চায়। মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল খ্রিস্টান সকলকে নিয়ে এগোতে চায়। আব্বাস জানিয়েছেন, আসাদউদ্দিন তাঁকে জানিয়ে দিয়েছেন তিনি যে সিদ্ধান্ত নেবেন তার সঙ্গেই রয়েছেন ওয়াইসি।

অন্যদিকে মিমকে বিজেপির বি টিম বলে দাবি করেছিল তৃণমূল কংগ্রেস (TMC)। এ প্রসঙ্গে সিদ্দিকি জানান, “যাঁরা এই কথা বলছেন তাঁরা হিংসায় বলছেন। তাঁরা মূর্খতার পরিচয় দিচ্ছেন।” আব্বাস সিদ্দিকির অভিযোগ, বিজেপিকে বাংলায় আনার জন্য দায়ী শাসকদলই। শাসকদলের বিভিন্ন কাজ কর্মের মধ্যে দিয়েই বাংলায় বিজেপিকে (BJP) আনা হয়েছে। বিজেপি সরকারের হাত ধরেই বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী হয়েছিলেন।

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন আব্বাস সিদ্দিকি। ২০২০ ডিসেম্বরেই তার দল ঘোষণা করার কথা ছিল। তবে পীরজাদা আব্বাস সিদ্দিকি এদিন পরিষ্কার জানিয়ে দিলেন খুব শীঘ্রই এবার তিনি দল ঘোষণা করবেন।

আরও পড়ুন-পুজো দেবেন, ডুয়ার্সে ৫০০ কিলোমিটার চষে ফেলবেন অভিষেক, উদ্দীপ্ত তৃণমূল

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version