Sunday, August 24, 2025

ফের জল্পনার কেন্দ্রে রাজ্যের বনমন্ত্রী (Forest Minister) রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। সম্প্রতি, তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজীবের কিছু মন্তব্য ও শুভেন্দুর (Suvendu Adhikary) স্টাইলে রাস্তায় রাস্তায় “অনুগামী”দের পোস্টারে জল্পনায় আরও ইন্ধন জোগায়। তৃণমূলের (TMC) সঙ্গে তাঁর দূরত্বের তত্ত্ব উঠে আসে বিভিন্ন মহল থেকে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) আসরে নামেন। রাজীবের অভিমান ভাঙানোর চেষ্টা করেন তিনি। পার্থবাবুর বাড়িতে বেশ কয়েকটি বৈঠক হয়। দু’পক্ষ থেকেই দাবি করা হয়, দলীয় কাজ নিয়ে রুটিন বৈঠক। কিন্তু তাতে চিড়ে ভেজেনি। রাজীবের সঙ্গে দলের ফাটল ক্রমশ স্পষ্ট হতে থাকে। মন্ত্রিসভার বৈঠকেও অনুপস্থিত থাকেন রাজীব।

এরপর আজ ফের পার্থ চট্টোপাধ্যায় তাঁর নাকতলার (Naktala) বাড়িতে রাজীবকে ডাকেন। কিন্তু সেই বৈঠকে আসেননি বনমন্ত্রী। এরপর ফের নতুন করে জল্পনা তৈরি হয়। তাহলে কি শুভেন্দুর পথেই এবার রাজীব? যদিও ঘনিষ্ঠ মহলে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) জানিয়েছেন, তাঁর শরীর ভালো নেই। তাই এদিনের বৈঠকে তিনি যেতে পারছেন না। সম্ভবত, যোগ দেবেন না নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও।

আরও পড়ুন – মন্ত্রিত্ব, জেলা সভাপতির পদ ছাড়লেন লক্ষ্মীরতন, নাড্ডার সফরেই কী বিজেপিতে?

এরই মধ্যে অনেকে তাঁর বিজেপি যোগ দেখছেন। চলতি মাসে ফের রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Sah)। হাওড়ায় (Howrah) তাঁর সভা করার কথা আছে। সেখানে নাকি রাজীবের বিজেপিতে (BJP) যোগদান হতে পারে। যদিও এর আগে এমন জল্পনার খবর উড়িয়ে দিয়েছিলেন রাজীব নিজেই।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version