ইভিএম( EVM) মেশিনের পরিবর্তে ব্যবহার করা হোক ব্যালট পেপার (Ballot Paper)৷ এই আর্জি জানিয়ে মামলা করা হয়েছিলো দেশের শীর্ষ আদালতে৷ হলফনামায় বলা হয়, নির্বাচন কমিশনকে এই মর্মে নির্দেশ দেওয়া হোক।

বুধবার এই মামলার শুনানির শুরুতেই আর্জি প্রত্যাখ্যান করলো সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চে এই মামলার শুনানি হয়।

আবেদনকারীর তরফে আইনজীবী সিআর জয়া সুকিনের কাছে শুরুতেই প্রধান বিচারপতি জানতে চান, ” EVM ব্যবহৃত হলে মৌলিক অধিকার কীভাবে লঙ্ঘিত হচ্ছে?” আইনজীবী বলেন, “ভোট দেওয়ার অধিকার এখানে মৌলিক অধিকার। EVM গোটা দেশ থেকে তুলে দিয়ে ঐতিহ্যবাহী ব্যালট পেপার ফিরিয়ে আনা হোক।” তিনি বলেন, “বিশ্বের অনেক দেশে আজও ব্যালট পেপারেই নির্বাচন হয়। ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস এবং আমেরিকায় ব্যালট পেপারে নির্বাচন হয়৷ EVM হ্যাক করা যায়। তাই এই মেশিনের মাধ্যমে নির্বাচন করা সঠিক পদ্ধতি নয়।”

এই সওয়ালে দেশের সর্বোচ্চ আদালত কান দেয়নি৷ মামলা আর শুনতেই রাজি হননি প্রধান বিচারপতি৷
