Sunday, August 24, 2025

নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করে ‘যত মত তত পথ’ শোনালেন হাওড়ার রথীন

Date:

হোমিওপ্যাথি চিকিৎসক থেকে হাওড়ায় (howrah) তৃণমূলের মেয়র হয়ে যাওয়া রথীন চক্রবর্তীর (rathin chakraborty) মুখে ভোটের আগে যত মত তত পথের বাণী। দলের বিরুদ্ধে বিষোদগার করে তিনি সমর্থন করলেন সদ্য পদত্যাগী মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে। বুধবার সংবাদমাধ্যমে রথীনবাবু একইসঙ্গে তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্বের সমালোচনা করে বলেন, দলে এখন ছন্দপতন ঘটেছে। নেতৃত্বের অসহযোগিতা, অক্ষমতাই এর মূল কারণ। এরা নিজেরাও কাজ করবেন না, অন্য কাউকে কাজ করতেও দেবেন না। হাওড়া জেলা নেতৃত্ব অযোগ্য, আর রাজ্য নেতৃত্বের ক্ষমতা নেই সেই শূন্যস্থান পূরণ করার। রথীন চক্রবর্তী বলেন, আমাদের সকলকে ব্রাত্য করে রাখা হয়েছে। হাওড়ায় একটা জলপ্রকল্পের উদ্বোধন হল, অথচ এরা ন্যূনতম সৌজন্য দেখালেন না! অথচ ওটার জন্য কীই না করেছি! রথীন বলেন, বর্তমান শাসক দল প্রত্যাশা পূরণে ব্যর্থ। মানুষ যাকে বেছে নেবে সেই দলই বিকল্প হবে। আগামীদিনে সব রাস্তাই খোলা আছে। সৌজন্যের জায়গা যেখানে তৈরি হবে সেখানে যাব। যত মত তত পথ। প্রসঙ্গত রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎই শুধু নয়, হাওড়ার প্রাক্তন মেয়রের বিজেপি যোগ সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনীতিকদের একাংশ। আর এই প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া: উনি মেয়র ছিলেন, কিন্তু দলের কেউ ছিলেন না। ওর কথায় আগেও কিছু যায় আসেনি, এখন তো আরও যাবে আসবে না। অনেকেই এখন যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, সব কথার উত্তর দেব না।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version