Sunday, January 11, 2026

বাধা দূর হল, মোদির স্বপ্নের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ছাড় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

অবশেষে আদালতের ছাড়পত্র মিলল। আবেদনকারীদের দাবি খারিজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পে (central vista project) সবুজ সঙ্কেত দিল সুপ্রিম কোর্ট (supreme court)। মঙ্গলবার শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চের এই রায়ের পর রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে নতুন সংসদ ভবন নির্মাণে আর কোনও বাধা রইল না। সর্বোচ্চ আদালত জানিয়েছে, এই প্রকল্পের ছাড়পত্র (clearance) দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। প্রকল্পের জন্য যে জমি বাছাই করা হয়েছে, তা ব্যবহার করা যেতে পারে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের বিরুদ্ধে শীর্ষ আদালতে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল। লুটিয়েন্স দিল্লিতে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জায়গা জুড়ে ২০ হাজার কোটির এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে টাটা গোষ্ঠী। মহার্ঘ এই প্রকল্প নিয়ে একাধিক প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা। এই প্রকল্পকে কেন্দ্র করে দিল্লির ৮৬ একর সবুজ ধ্বংসের অভিযোগ আনা হয়েছিল। দিল্লি উন্নয়ন আইনের বিরুদ্ধে গিয়ে এই প্রকল্পের জমি বদল করা হয়েছে বলেও দাবি তোলা হয়। মহামারির মধ্যে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে এত টাকার এক প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তবে সব আপত্তি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ। এই প্রকল্পের শিলান্যাস আগেই করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু আদালতের নির্দেশে সমস্ত নির্মাণ বন্ধ রাখতে হয়েছিল। মঙ্গলবার কোর্টের সবুজ সঙ্কেতের পর এখন ফের কাজ শুরু করতে আর অসুবিধা রইল না বলেই মনে করা হচ্ছে।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...