প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা, টেট উত্তীর্ণদের জন্য নয়া নির্দেশ দিল হাইকোর্ট

calcutta high court
কলকাতা হাইকোর্ট

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ৮ জানুয়ারি পর্যন্ত নথি যাচাই করার সুযোগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত ডিসেম্বর মাসে রাজ্যে সাড়ে ১৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক বোর্ড। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়। বিজ্ঞপ্তি স্থগিতাদেশ চেয়ে মামলা করেন বেশ করেকজন চাকুরীপ্রার্থী।

আরও পড়ুন : বছরের শেষ দিনে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ

প্রাথমিক বোর্ডের সাড়ে ১৬ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করেন বেশ কয়েকজন চাকুরীপ্রার্থী। তাদের বক্তব্য, ২০১৪ সালের উত্তীর্ণ টেট (TET) পরীক্ষার্থীদের থেকে এই শূন্যপদে নিয়োগ হওয়ার কথা। ঘটনাচক্রে ওই বছর মোট ৬টি প্রশ্ন ভুল এসেছিল। এখন সেই সংক্রান্ত একটি মামলা চলছে। সেটা সংশোধন না করে কীভাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল?

চাকরিপ্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আজ জানিয়েছে, ২০১৪ প্রাথমিক TET-এ প্রশ্নপত্রে ভুলের কারণে যে সমস্ত চাকরিপ্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবং পরবর্তীতে আদালতের নির্দেশে তাঁদের টেট উত্তীর্ণ ঘোষণা করা হয়, সেই উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি যাচাইয়ের জন্য আগামী ৮ তারিখ পর্যন্ত সুযোগ দিতে হবে। যদি অনলাইনে অসুবিধা হয়, সেক্ষেত্রে ওই মামলাকারী চাকরিপ্রার্থীরা সরাসরি নথি জমা করতে পারবেন।

Advt

Previous articleফের ছন্দে ফিরেছেন রয় কৃষ্ণা, বছরের প্রথম গোল স্ত্রীকে উপহার!
Next articleপ্রশাসকের পদ থেকে সৌমেন্দু- অপসারণ কেন ? আজ হাইকোর্টে জানাবে রাজ্য