বাম-কংগ্রেস-আব্বাস জোট ? জল্পনা উসকে শুক্রবার ফুরফুরায় আবদুল মান্নান

রাজ্য রাজনীতিতে এমন জল্পনা তৈরি হয়েছে কংগ্রেস নেতা আবদুল মান্নানের ফুরফুরা সফরকে কেন্দ্র করে৷

শুক্রবার ফুরফুরায় গিয়ে আব্বাসের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে মান্নান সাহেবের। সূত্রের খবর, বেশ কিছুদিন আগে বাম-কংগ্রেসের সঙ্গে আব্বাস সিদ্দিকির জোটের কথাবার্তাও শুরু হয়েছিল। কিন্তু আব্বাসের দল ঘোষণার পর সেই প্রক্রিয়া কিছুটা ধাক্কা খায়৷
এরই মাঝে ফুরফুরায় গিয়ে পীরজাদার সঙ্গে বৈঠক করে যান হায়দরাবাদের AIMIM- প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ বৈঠকের পরে তিনি ঘোষণা করে গিয়েছেন, বাংলায় আব্বাসের সঙ্গে তাল মিলিয়েই পথ চলবে তাঁর দল।

ঠিক সেই আবহেই আগামিকাল শুক্রবার ফুরফুরায় যাচ্ছেন কংগ্রেস নেতা আবদুল মান্নান। আব্বাসের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে তাঁর। ফলে কং-বামের সঙ্গে জোট করে ভোটে যাওয়া সম্ভাবনাও রয়েছে। সম্ভাবনা এই কারনেই প্রবল, তিন পক্ষই মোদি এবং মমতার তীব্র বিরোধী৷

Previous articleসরকারি পরিষেবা পৌঁছে দিতে এবার ১০০ % উপস্থিতির নির্দেশিকা জারি নবান্নের
Next articleপথশ্রীর প্রচারে বহিষ্কৃত তৃণমূল নেতা, এলাকায় ক্ষোভ