Monday, November 3, 2025

ওয়েইসিকে আটকাতে নতুন দল গড়ে ভোটে লড়ার ঘোষণা রাজ্যের ইমামদের

Date:

আব্বাসউদ্দিন- আসাদউদ্দিন জোটের বিরুদ্ধে সরব হলেন বাংলার ইমামরা৷

ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাসউদ্দিন সিদ্দিকি আর হায়দরাবাদের ‘মিম’ প্রধান
আসাদউদ্দিন ওয়েইসি জোট গঠন করে বিধানসভা ভোটে লড়াই করবে বলে ঘোষণা করেছে৷ মিম (aimim) প্রধান ওয়েইসি ইতিমধ্যেই রাজ্যে এসে জোট তৈরির প্রস্তুতিও শুরু করেছেন৷ রাজনৈতিক মহলের বক্তব্য, এবার রাজ্যের মুসলিম ভোটে ভাগ বসাতে পারে এই জোট।

আরও পড়ুন:গঙ্গারামপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, কী বলছেন তিনি!

ওয়েইসি-আব্বাসের এই জোটকে ‘ধর্মের জিগির তোলার ঘৃণ্য রাজনীতি’ বলে চিহ্নিত করে, এর তীব্র প্রতিবাদ করেছে বাংলার ইমামদের সংগঠন ‘বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন’৷ এই সংগঠনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া (Md yahiya) বলেছেন,রাজ্যের মুসলিমদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। ইমাম সংগঠন এই অপচেষ্টার তীব্র বিরোধিতা করছে। তিনি বলেছেন, এই মুহুর্তে জাত বনাম জাতের মুখোমুখি রাজ্য। ধর্মের জিগির তুলে শান্ত বাংলায় এমন রাজনীতি মেনে নেওয়া যায় না।ওয়েইসির রাজ্যে এসে তৎপরতারও বিরোধিতা করেছে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন। ইমাম সংগঠনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়া বলেছেন,
“মিম সাম্প্রদায়িক ভাবনাচিন্তাতেই চালিত৷ ইমামরা এই ধরনের কাজের বিরোধিতা করছেন। প্রয়োজনে ইমামদের সংগঠন বাংলায় নতুন দল গড়ে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবে। প্রয়োজনে রাস্তায় নেমে মিমের রাজনীতির প্রতিবাদও জানানো হবে বলেও জানানো হয়েছে। বাংলায় মুসলিম ভোট যাতে ওয়েইসির মতো দলের দিকে গিয়ে ভাগ না হয় সে ব্যাপারে তারা সচেষ্ট হবেন বলেও জানিয়েছেন ইয়াহিয়া৷

Related articles

পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

শুরুতে ছিল পার্কিং(Parking) নিয়ে বচসা আর তারপরেই এক যুবককে ছুরিকাঘাতের( Stabbed )অভিযোগ উঠল তোপসিয়া থানা(Topsia PS) এলাকায়। রবিবার...

ব্রাত্যজন থেকে বিশ্বকাপজয়ী দ্রোণাচার্য, অমল আলোয় উদ্ভাসিত ভারত

বিশ্বজয়ের(India's Women's World Cup) সাফল্যের আলোয় উদ্ভাসিত ভারতীয় মহিলা ক্রিকেট। উৎসবের মরশুম শেষে নতুন করে দেবীপক্ষের ভোর আনলেন...

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার...
Exit mobile version