ভারত-সিঙ্গাপুর থেকে আড়াই লাখ টন চাল কিনবে বাংলাদেশ সরকার

খায়রুল আলম, ঢাকা: ভারত ও সিঙ্গাপুর থেকে আড়াই লাখ টন নন-বাসমতি সেদ্ধ চাল ও আতপ চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে বাংলাদেশের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি।

বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদফতর কর্তৃক আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল এম/এস ইটিসি এগ্রো প্রোসেসিং (ভারত) প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৭১ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার টাকায় ক্রয় করা হবে।

আরও পড়ুন:সৌদি থেকে অবৈধ বাংলাদেশী শ্রমিকদের দেশে ফেরাতে উদ্যোগ হাসিনা সরকারের

‘এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর কর্তৃক আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল এম/এস ইটিসি এগ্রোক্রপ ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড সিঙ্গাপুরের কাছ থেকে ১৭৩ কোটি ১১ লাখ ৭ হাজার ২০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।’

Advt

Previous articleনতুন বছরে ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের
Next articleআজ বাড়ি ফিরছেন সৌরভ, হাসপাতালে পৌঁছলো পাইলট কার