Tuesday, August 26, 2025

কেন্দ্র- কৃষক বৈঠক ফের ১৫ জানুয়ারি, সমাধান না বেরোলে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল

Date:

কৃষি আইন (farmers law) বাতিলের দাবিতে অষ্টম দফার আলোচনাতেও সমাধানসূত্র মিলল না। আইন ফিরিয়ে নেওয়া ছাড়া অন্য বিকল্প মানা হবে না বলে শুক্রবারের বৈঠকে কেন্দ্রকে আবারও স্পষ্ট করে জানিয়ে দিলেন কৃষকরা। আগের বৈঠকে কেন্দ্রের (centre) তরফে জানানো হয়েছিল, নয়া কৃষি আইন প্রত্যাহার করা সম্ভব নয়। তবে প্রতিবাদের ক্ষেত্রগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সংশোধনী আনতে রাজি সরকার। কিন্তু অনড় অবস্থান বজায় রেখে কৃষকরা (farmers) পাল্টা হঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আইন বাতিল করা না হলে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে বিশাল ট্র‌্যাক্টর মিছিল (tractor rally) বের করা হবে। আপাতত ঠিক হয়েছে, ১৫ জানুয়ারি কৃষক সংগঠনগুলির সঙ্গে ফের বৈঠকে বসবেন কেন্দ্রের মন্ত্রী ও আধিকারিকরা।

সূত্রের খবর, এদিনের বৈঠকে কেন্দ্রের তরফে বলা হয়, নতুন কৃষি আইন শুধু পাঞ্জাব বা হরিয়ানার জন্য আনা হয়নি , তা গোটা দেশের জন্য আনা হয়েছে। ফলে এই দুই রাজ্যের কৃষকদের দাবি মেনে পুরো আইন বাতিল সম্ভব নয়। তখন কৃষকরা পাল্টা বলেন, কেন্দ্রীয় আইন প্রত্যাহারের দাবি থেকে তাঁরা সরছেন না। বরং রাজ্যগুলি তাদের প্রয়োজনমত বিধানসভায় এই নিয়ে রাজ্যওয়াড়ি পৃথক শর্ত যুক্ত করে আইন আনুক।

আরও পড়ুন : রাজ‌্য সহযোগিতা করলে কিষাণ-নিধির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র

কৃষক নেতাদের বক্তব্য, শীর্ষ আদালত বহুবার রায় দিয়ে জানিয়েছে, কৃষিক্ষেত্র সম্পূর্ণ রাজ্যের বিষয়। কেন্দ্রের এই বিষয় নিয়ে মাথা ঘামানো উচিত নয়। জানা যাচ্ছে বৈঠকে এক কৃষক বলেন, এতদিন ধরে আলোচনা চলছে ঠিকই, কিন্তু আপনারা এই সমস্যার সমাধান চাইছেন না বলেই মনে হচ্ছে। যদি তাই হয়, তাহলে আমাদের স্পষ্ট জানিয়ে দিন, আমরা চলে যাচ্ছি। কেন সবার সময় নষ্ট করছেন?‌ এদিনের বৈঠকে উপস্থিত সর্বভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটির সদস্য কবিতা কুরুগান্তি জানান, সরকার আমাদের জানিয়েছে, তারা নয়া আইন প্রত্যাহার করতেই চায় না। সেক্ষেত্রে কৃষক আন্দোলন (farmers protest) অব্যাহত থাকবে। আন্দোলনের তীব্রতা আরও বাড়বে।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version