শনিবার অমিত শাহের সঙ্গে  দিল্লিতে  জরুরি বৈঠক রাজ্যপালের

রাজ্যপাল জগদীপ ধনকড় জরুরি তলব পেয়ে দিল্লি যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি । অমিত শাহের মন্ত্রক থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলেই তিনি তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন বলে জানা গিয়েছে।রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আগামীকাল শনিবার বৈঠক হবে রাজ্যপালের৷ এইসঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে যাতে আইনশৃঙ্খলা ব্যবস্থা কঠোর করা হয়, কেন্দ্রীয় মন্ত্রীকে তারও আবেদন জানাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷
সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে যাওয়া একাধিক হিংসার ঘটনা নিয়ে রাজ্যের তীব্র সমালোচনা করেছেন রাজ্যপাল। নারী নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে রাজ্য সরকারের জবাব তলব করেছেন। রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের হত্যার বিষয়টিও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপাল তুলে ধরবেন বলে জানা গিয়েছে ।
প্রসঙ্গত, প্রায় ১০ মাস পর বুধবার রাজভবনে যান মুখ্যমন্ত্রী৷ তবে এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার বলে জানানো হয়েছে নবান্নের তরফে৷ রাজভবনে রাজ্যপাল ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।

Previous articleমুখ্যমন্ত্রীর ১৮ তারিখের সভার পাল্টা ১৯-শে সভা শুভেন্দুর
Next article২৬/১১-র মাস্টারমাইন্ড লস্কর জঙ্গি লকভিকে ১৫ বছরের কারাদণ্ড দিল পাক আদালত