Saturday, November 29, 2025

‘একুশে আইন’, বেনিয়মের অভিযোগ আনায় অধ্যাপকই সাসপেন্ড বিশ্বভারতীতে

Date:

Share post:

অভিযোগ ছিলো, নিয়োগে বেনিয়ম হয়েছে৷ আইন না মেনে নিয়োগ করা হয়েছে বিশ্বভারতীর(visva Bharati) পাঠভবনের অধ্যক্ষা পদে৷ অভিযোগকারী, বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য(Sudipta Bhattacharya)।

অভিযোগের তদন্ত তো দূরের কথা, বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রথমেই সাসপেন্ড করলো অভিযোগকারী অধ্যাপককে৷ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষকদের বক্তব্য, বিশ্বভারতীতে উপাচার্যের ‘একুশে আইন’ চলছে৷ এই ঘটনায় ফের বিতর্ক শান্তিনিকেতনে(Shantiniketan)।

নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা ও বেনিয়মের অভিযোগ এনে বিষয়টি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপাচার্যের নজরে এনেছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য৷ তাঁর অভিযোগ,
বিশ্বভারতীর পাঠভবনের অধ্যক্ষা বোধিরূপা সিংহের নিয়োগ সঠিক পদ্ধতি মেনে হয়নি৷ এই নিয়োগে একাধিক বেনিয়ম হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হোক৷ বিষয়টি জানিয়ে আচার্য তথা প্রধানমন্ত্রী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠিও দেন অভিযোগকারী অধ্যাপক। জানিয়েছেন রাষ্ট্রপতিকেও৷ কারণ, পদাধিকারি বলে রাষ্ট্রপতি বিশ্বভারতীর পরিদর্শক।

এই অভিযোগ পেয়েও তদন্ত না করে, বিশ্বভারতী কর্তৃপক্ষ উল্টে অভিযোগকারীকেই সাসপেন্ড করে দিয়েছে৷

আরও পড়ুন:হালিশহরে নিহত বিজেপি নেতার স্ত্রীকে চাকরি দিলেন মমতা

বিশ্বভারতী সূত্রের খবর, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নেতৃত্বে বৈঠকে বসেন বিশ্বভারতীর কর্মসমিতির সদস্যরা। সেই বৈঠকেই অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ হিসেবে বলা হয়েছে, প্রমাণ হওয়ার আগেই অভিযোগ জনসমক্ষে এনেছেন অধ্যাপক সুদীপ্ত। ফলে পাঠভবনে অধ্যক্ষা বোধিরূপা সিংহের মানহানি হয়েছে। অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের কাছে ইতিমধ্যেই সাসপেনশনের নোটিসও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এবিষয়ে মুখ খুলতে চাননি ওই অধ্যাপক৷

প্রসঙ্গত, কিছুদিন আগে আলাপিনী মহিলা সমিতির সদস্যদের ঘর ছাড়ার নির্দেশকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় বিশ্বভারতীতে। উপাচার্যের বিরুদ্ধে অনৈতিক কাজে অভিযোগ অবস্থানে বিক্ষোভে বসেন সমিতির সদস্যরা। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার অধ্যাপক নিয়োগে বেনিয়মের অভিযোগ সামনে এল।

Advt

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...