Wednesday, December 24, 2025

ফের ঘাসফুলের ঝুলিতে মিম নেতা! এবার তৃণমূলে যোগদান সাংগঠনিক প্রধানের

Date:

Share post:

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একক বৃহত্তম দল হয়েও মিমের (AIMIM) জন্যই বিহারের ( Bihar) ক্ষমতায় আসতে পারেনি লালুপ্রসাদের (Lalu Prasad Yadav) দল। মুখ্যমন্ত্রীর (CM) কুরশিতে বসতে পারেননি তেজস্বী যাদব (Tejswi Yadav) বিহারে আরশাদ উদ্দিন ওয়েসির (Arshad Uddin Oyesi) দল নিজেদের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছে। বিহারে তারা পরোক্ষে হাত শক্ত করেছে বিজেপি-নীতিশ কুমার জোটের।

এবার লক্ষ্য বাংলা। তাই বাংলার ভোট বাজারে ইতিমধ্যেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে হায়দরাবাদের রাজনৈতিক দল মিম বা অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন। এই দলটি দীর্ঘদিন শুধুমাত্র হায়দরাবাদ ও পার্শ্ববর্তী এলাকাতেই ভোটের লড়াই লড়ে এসেছে। দলের প্রধান তথা সাংসদ আসাউদ্দিন ওয়েসি ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়েছেন। বিধানসভা ভোটে প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

আরও পড়ুন : পুষ্পবৃষ্টিতে ৭৫০ মিটারের রোড শো নাড্ডার, রদবদল হল কর্মসূচি

খুব স্বাভাবিকভাবেই মিম এ রাজ্যে প্রার্থী দিলে বিজেপি (BJP) বিরোধী সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা পড়বে। তাতে সমস্যায় পড়তে পারে শাসক দল তৃণমূল (TMC)। সুবিধা পাবে বিজেপি। কিন্তু বিহার ভোটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই সতর্ক ঘাসফুল শিবির। ওয়েসির দল যাতে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে না পারে, তার জন্য মিমের একের পর এক নেতা-কর্মীকে নিজেদের দিকে টেনে আনছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের নেতাদের দাবি, সচেতন সংখ্যালঘু নেতারা মিম ছেড়ে চলে আসছেন তৃণমূলে। আগেই মিম ছেড়ে জোড়াফুলে এসেছেন আনোয়ার হোসেন পাশা। আর এদিন এলেন শেখ আব্দুল কালাম (Sk Abdul Kalam)।

আজ, শনিবার কলকাতার তৃণমূল ভবনে কালামের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে তাঁকে দলে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। শেখ আব্দুল কালামের দাবি, তিনি এ রাজ্যে মিমের সাংগঠনিক প্রধান। এদিন আব্দুল কালামের সঙ্গে মিমের কয়েক হাজার কর্মী-সমর্থক তৃণমূলে নাম লিখিয়েছেন বলে দাবি রাজ্যের শাসকদলের।

এদিন কালাম তৃণমূলে যোগদান করে জানান, “বাংলায় শান্তির পরিবেশে ছিলাম, হঠাৎ এল বিষাক্ত হাওয়া, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য মিম ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।”

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মিমের সাংগঠনিক প্রধান আরও বলেন, “বিজেপি জিতলে বাংলার তো ক্ষতিই হবে, রাজ্যের সংখ্যালঘু মানুষদেরও চূড়ান্ত ক্ষতি হবে। তাই সংখ্যালঘু মানুষদের কাছে আবেদন রাখবো বিজেপিকে একটিও ভোট নয়। এই রাজ্যে বিজেপিকে ঠেকাবার মতো ক্ষমতা রয়েছে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের। দেশের কোনও সরকার ১০ কোটি মানুষকে বিনাপয়সার চিকিৎসা পরিষেবা দেবে না। বিনা পয়সার রেশন দেবে না। কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী সবুজসাথী দেবে না।”

Advt

spot_img

Related articles

পার্থ ভৌমিকের ভাবনায় কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ! হবু কনেদের জন্য ‘দুয়ারে বেনারসি’

হবু কনেদের জন্য অভিনব উদ্যোগ নৈহাটি (Naihati) বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের। 'দুয়ারে বেনারসি' নামে চালু প্রকল্প। মুখ্যমন্ত্রী...

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা, মুম্বই সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে সিটি গ্রুপ!

ভারতীয় ফুটবলে বড় ধাক্কা! আইএসএলের অনিশ্চয়তার কারণে মুম্বই সিটির (Mumbai City FC) সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে প্রধান ইনভেস্টর...

সিঙ্গল বেঞ্চের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, আপাতত স্বস্তি GTA-র ৩১৩ শিক্ষকের

আপাতত স্বস্তি GTA-র ৩১৩ জন শিক্ষকের। কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের উপর...

সংবিধানকে আঘাতেও বধির প্রধানমন্ত্রী! খ্রীষ্টানদের উপর হামলায় ক্ষোভ সংগঠনের, তোপ ডেরেকের

শান্তিপূর্ণ ক্যারল গায়কদের উপর হামলা। নির্দিষ্টভাবে খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে একাধিক রাজ্যে হামলার ঘটনা ঘটছে এবার তার...