Wednesday, December 17, 2025

১০০ র বেশি কাকের মৃত্যু, বার্ড ফ্লু আতঙ্ক এবার দিল্লিতেও

Date:

Share post:

বার্ড ফ্লু আতঙ্ক বেড়েই চলেছে। ক্রমেই দেশজুড়ে ছড়াচ্ছে বার্ডফ্লু। এবার দিল্লিতেও।  রাজস্থান, কেরল, গুজরাত, হিমাচল প্রদেশের পর এবার সংক্রমণ ছড়িয়ে গেল রাজধানী দিল্লিতেও। রাজধানীর ময়ূর বিহার থ্রি-তে একসঙ্গে ১০০-র বেশি মরা কাক উদ্ধার হয়েছে।

শনিবার ভোরবেলা ময়ূর বিহারের এক পার্কে একসঙ্গে ১৭টি কাকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন বাসিন্দারা। দিল্লির উপমুখ্যমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, ডিডিএ পার্কে ও দ্বারকায় দুটি এবং পশ্চিম দিল্লির হাসপাতালে ১৬টি মৃত কাক উদ্ধার হয়েছে। রাজধানীর একাধিক জায়গা থেকেই উদ্ধার হওয়া মৃত কাকেদর দেহের নমুনা ইতিমধ্যে মধ্যপ্রদেশের ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিসে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। বেশ কিছু স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে জলন্ধরেরও।

ইতিমধ্যে হিমাচল প্রদেশ, গুজরাত, রাজস্থান, কেরলে যে পাখিদের মধ্যে ছড়িয়ে পড়েছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা,  যা পরিচিত বার্ড ফ্লু নামেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যা নিয়ে জানানো হয়েছে, বার্ড ফ্লু-র কিছু স্ট্রেন বেশ আশঙ্কাজনক। যা মানবদেহে ছড়িয়ে পড়লে মানুষেরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে ২৩০০-র বেশি পরিযায়ী পাখিদের মৃত্যু হয়েছে। কাংড়ার পং ড্যাম এলাকায় বিপুল সংখ্যক পরিযায়ী পাখির মৃত্যুর পর তাদের দেহের স্যাম্পেল পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। যেখানেই জানিয়ে দেওয়া হয় বার্ড ফ্লু-র সংক্রমণের বিষয়টি। কেরলে এখনও পর্যন্ত ১২০০০ হাজারের মতো হাঁসের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সে রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়নমন্ত্রী কে রাজু। রাজস্থানেও ৫২২টি পাখি মারা গিয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই কাক। সবথেকে বেশি সংখ্যায় কাকের মৃত্যু হয়েছে ঝালওয়ার জেলায়।

আরো পড়ুন-রাধা গোবিন্দর আশীর্বাদ নিয়ে ‘ধানের গোলা’য় কর্মসূচি শুরু নাড্ডার

Advt

 

 

 

spot_img

Related articles

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে ইকো পার্কের (Newtown fire) কাছে বুধবার সন্ধে সাতটা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘুনি...