Thursday, August 28, 2025

কৃষকদের সঙ্গে নিয়ে বঙ্গে পরিবর্তন আনবে বিজেপি: ‘মা দুর্গার নামে শপথ’ নাড্ডার

Date:

কৃষি আইনকে কেন্দ্র করে দিল্লিতে প্রবল চাপে রয়েছে কেন্দ্রীয় বিজেপি(BJP)। এহেন পরিস্থিতিতে বিজেপির লক্ষ্য বাংলার কৃষকদের(Farmer) সমর্থন পাওয়া। যার ফলে শনিবার বাংলার শস্য গোলা নামে পরিচিত বর্ধমানের ঝটিকা সফরে হাজির হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। আর সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ‘কৃষক বিরোধী’ দলের উদ্যোগে একের পর এক আক্রমণ শানালেন তিনি।

শনিবার কাটোয়ার জনসভায় কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করার পর, বঙ্গে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জেপি নাড্ডা বলেন, ‘পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন রাজ্যের মানুষ। দুর্গা মা-র নামে শপথ নিয়ে বলছি, কৃষকদের সঙ্গে নিয়ে বাংলায় পরিবর্তন আনবে বিজেপি।’ এ পাশাপাশি তিনি বঙ্গ বিজেপির আগামী কর্মসূচিরও ঘোষণা করে দেন সভা মঞ্চ থেকে। জানিয়ে দেন, ‘২৪ থেকে ৩১ জানুয়ারি রাজ্যে কৃষক ভোজের আয়োজন করা হবে। ওই সময়ে ৪০ হাজার গ্রাম সভায় কৃষকদের সংগঠিত করা হবে।’ পাশাপাশি কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে চালু না হওয়ার প্রসঙ্গে বারবার অভিযোগ তুলেছে বিজেপির শীর্ষ নেতারা। সেই বিষয়টিকে তুলে ধরে এদিন নাড্ডা জানান, ‘রাজ্যে সরকার গড়ে আমরাই কেন্দ্রের কৃষক নিধি সম্মান চালু করব। কৃষকদের বাজেট ৬ গুণ বাড়িয়েছে মোদি সরকার।’

আরও পড়ুন:ফের হামলা হলে বিজেপি কর্মীরাই বুঝিয়ে দেবে, হুমকি দিলেন কৈলাশ

কৃষকদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি এদিন করা ভাষায় তৃণমূল সরকারের সমালোচনা করতেও ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, ‘বাংলায় বিজেপির আসা ও দিদির যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কৃষকরা সুবিচার পাবেন। রাজ্যসরকার এ রাজ্যের কৃষকদের বঞ্চিত করেছে। মমতা সরকারের জন্য এখানকার কৃষকরা কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত।’ পাশাপাশি অভিযোগের আঙুল তুলে তিনি আরও বলেন, ‘তৃণমূল মানে চালচোর, তৃণমূল মানে কাটমানি। আমরা রেশন দিই, ওরা রেশন চুরি করে।’ মোদি সরকারের সমস্ত প্রকল্পগুলিকে নিজের নামে মমতা সরকার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Related articles

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...
Exit mobile version