Wednesday, November 12, 2025

ফেক নিউজে নোবেল পাওয়া উচিত! নাম না করে অমিত মালব্যকে কটাক্ষ কাকলির

Date:

“ফেক নিউজে (Fake News) নোবেল (Nobel Prize) পাওয়া উচিত বিজেপির (BJP)। এত বড় মিথ্যাবাদী দল পৃথিবীতে আর কোথাও নেই। আমরা এদের প্রকৃত চরিত্র মানুষের সামনে তুলে ধরতে চাই। যাতে মানুষ বুঝতে পারেন বিজেপি একটি মিথ্যাবাদীদের দল।” আজ, শনিবার তৃণমূল (TMC) ভবনে নাম না করে বিজেপি আইটি সেলের (IT Cell) প্রধান অমিত মালব্যকে (Amit Malyaba) কড়া ভাষায় আক্রমণ শানালেন সাংসদ (MP) কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।

এদিন তৃণমূল সাংসদ সুর চড়িয়ে বলেন, “পায়ের তলায় মাটি খুঁজতে সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদীকে বাংলায় বাড়ি ভাড়া করে বসিয়েছে বিজেপি। অমিত মালব্য ফেক নিউজের প্রধান। বারেবারে মিথ্যা কথা কীভাবে সাজিয়ে গুছিয়ে বলতে হয় তা বিজেপির মিডিয়া সেল বা তাদের সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী জানে। মিথ্যা বলার সীমা লঙ্ঘন করছেন তিনি। বিজেপির মতো মিথ্যা আর কেউ উপস্থাপনা করতে পারে না। তাই ফেক নিউজে নোবেল পাওয়া উচিত বিজেপির।”

এখানেই থেমে থাকেননি কাকলিদেবী, দিল্লি-সহ অন্য রাজ্য থেকে আসা বিজেপির “বহিরাগত” নেতাদের “টুরিস্ট গ্যাং” বলেও কটাক্ষ করেন তিনি। বারাসতের তৃণমূল সাংসদের অভিযোগ, “একটি দলের নেতারা মাঝে মাঝে বেড়াতে আসছে বাংলায়। টুরিস্ট গ্যাংদের বাংলার মানুষ ভালো চোখে দেখছেন না। স্বাধীনতা সংগ্রামে বিজেপির অবদান ছিল না। কিন্তু এরাই বাংলায় যেনতেন প্রকারে ক্ষমতা দখল করতে চায়।”

আরও পড়ুন:মোদির নেতৃত্বে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটিতে মমতা, বুদ্ধ, সৌরভ

বাংলায় বিজেপির এখন তিনটি লবি বলেও বিদ্রূপ করেন কাকলি। আদি বিজেপি, নব্য বিজপি ও পর্যটক বিজেপি। পর্যটক বিজেপি জাত তুলে খেয়ে প্রচার করছেন। দিল্লি থেকে আসা নেতারা যার বাড়িতে খাচ্ছেন তাঁরই জাত তুলছেন। জাত তুলে যার বাড়িতে খাচ্ছেন তাঁকেই অপমান করা হচ্ছে।

Related articles

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...

KIFF: গাধার নীরব দৃষ্টি দিয়ে মানুষের আত্মার প্রতিবিম্ব দেখাল পোল্যান্ডের ছবি ‘ইও’ 

তারিখ মিলিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF 2025) সপ্তম দিন হলেও চলচ্চিত্র উৎসব আবহে নন্দন-রবীন্দ্র সদন চত্বরে আজ যেন নবমীর...
Exit mobile version