Wednesday, November 12, 2025

অওরঙ্গজেব ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন না, বিতর্কে পড়ে সাফাই উদ্ধবের

Date:

প্রবল সমালোচনার মুখে পড়ে নাম বিতর্কে সাফাই দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (udbhab thakarey)।  শুক্রবার তিনি বলেছিলেন, মুঘল সম্রাট অওরঙ্গজেবের (mughaL EMPEROR aurangjeb)নামাঙ্কিত প্রাচীন শহরটির নাম বদলে ছত্রপতি শিবাজির ছেলের স্মৃতিতে ‘শম্ভাজি নগর’ করতে চায় তাঁর সরকার। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে না হতেই বিতর্কের জেরে সাফাই দিতে হল তাঁকে। এ বিষয়ে দেশের ধর্মনিরপেক্ষ সংস্কৃতিতে আঘাত হানার অভিযোগ খারিজ করে উদ্ধব শুক্রবার বলেন, ‘‘অওরঙ্গজেব কোনও ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন না।’’ মহারাষ্ট্রে তিন দলের জোট সরকারের অন্যতম শরিক কংগ্রেস ইতিমধ্যেই নাম বদল বিতর্কে উদ্ধবের দল শিবসেনার অবস্থানের বিরোধিতা করেছে। আরেক শরিক এনসিপি-ও এই স্পর্শকাতর বিষয় নিয়ে ‘ধীরে চলো’ নীতির পক্ষপাতী।

উদ্ভব ঠাকরে সম্প্রতি তাঁর সরকারি টুইটার হ্যান্ডলে অওরঙ্গাবাদকে ‘শম্ভাজি নগর’ নামে চিহ্নিত করেন। কংগ্রেস বিষয়টি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানায়। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তাঁর প্রয়াত পিতা বালাসাহেব ঠাকরের ‘অবস্থান’ মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘আমরা নতুন কী করেছি? শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব যা বলেছিলেন, সেটাই বাস্তবে রূপায়ণ করছি।” প্রসঙ্গত, নব্বইয়ের দশকে প্রথম অওরঙ্গাবাদের নাম বদলের দাবি তুলেছিলেন বালাসাহেব।

২০১৯ সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের পরে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে জোট সরকার গড়েছিল শিবসেনা। সেই কর্মসূচির অন্যতম অংশ রাজ্যে ধর্মনিরপেক্ষতার আবহ রক্ষা করা। মুখ্যমন্ত্রী উদ্ধব অবশ্য মনে করেন, অওরঙ্গাবাদের নাম বদলের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতায় আঘাতের যুক্তি ধোপে টিকবে না। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমাদের অ্যাজেন্ডাতে যে ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ রয়েছে, তার সঙ্গে অওরঙ্গজেবের মতো শাসক খাপ খান না।’’

আরো পড়ুন- ৫ দিনের সফরে ৮ জেলার ২০০ নেতার সঙ্গে আলোচনা অভিষেকের

 

অওরঙ্গজেব ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন না, বিতর্কে পড়ে সাফাই উদ্ধবের

উদ্ভব ঠাকরে সম্প্রতি তাঁর সরকারি টুইটার হ্যান্ডলে অওরঙ্গাবাদকে ‘শম্ভাজি নগর’ নামে চিহ্নিত করেন। কংগ্রেস বিষয়টি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানায়। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তাঁর প্রয়াত পিতা বালাসাহেব ঠাকরের ‘অবস্থান’ মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘আমরা নতুন কী করেছি? শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব যা বলেছিলেন, সেটাই বাস্তবে রূপায়ণ করছি।” প্রসঙ্গত, নব্বইয়ের দশকে প্রথম অওরঙ্গাবাদের নাম বদলের দাবি তুলেছিলেন বালাসাহেব।

২০১৯ সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের পরে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে জোট সরকার গড়েছিল শিবসেনা। সেই কর্মসূচির অন্যতম অংশ রাজ্যে ধর্মনিরপেক্ষতার আবহ রক্ষা করা। মুখ্যমন্ত্রী উদ্ধব অবশ্য মনে করেন, অওরঙ্গাবাদের নাম বদলের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতায় আঘাতের যুক্তি ধোপে টিকবে না। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমাদের অ্যাজেন্ডাতে যে ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ রয়েছে, তার সঙ্গে অওরঙ্গজেবের মতো শাসক খাপ খান না।’’

Related articles

ইউনুসের আমলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট বাংলাদেশের! দেশে ফেরা নিয়ে কী বললেন হাসিনা

ফের বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনও ভারতেই রয়েছেন তিনি। নিজের দেশ, বাংলাদেশে...

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...
Exit mobile version