Sunday, August 24, 2025

অওরঙ্গজেব ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন না, বিতর্কে পড়ে সাফাই উদ্ধবের

Date:

প্রবল সমালোচনার মুখে পড়ে নাম বিতর্কে সাফাই দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (udbhab thakarey)।  শুক্রবার তিনি বলেছিলেন, মুঘল সম্রাট অওরঙ্গজেবের (mughaL EMPEROR aurangjeb)নামাঙ্কিত প্রাচীন শহরটির নাম বদলে ছত্রপতি শিবাজির ছেলের স্মৃতিতে ‘শম্ভাজি নগর’ করতে চায় তাঁর সরকার। কিন্তু ২৪ ঘণ্টা পার হতে না হতেই বিতর্কের জেরে সাফাই দিতে হল তাঁকে। এ বিষয়ে দেশের ধর্মনিরপেক্ষ সংস্কৃতিতে আঘাত হানার অভিযোগ খারিজ করে উদ্ধব শুক্রবার বলেন, ‘‘অওরঙ্গজেব কোনও ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন না।’’ মহারাষ্ট্রে তিন দলের জোট সরকারের অন্যতম শরিক কংগ্রেস ইতিমধ্যেই নাম বদল বিতর্কে উদ্ধবের দল শিবসেনার অবস্থানের বিরোধিতা করেছে। আরেক শরিক এনসিপি-ও এই স্পর্শকাতর বিষয় নিয়ে ‘ধীরে চলো’ নীতির পক্ষপাতী।

উদ্ভব ঠাকরে সম্প্রতি তাঁর সরকারি টুইটার হ্যান্ডলে অওরঙ্গাবাদকে ‘শম্ভাজি নগর’ নামে চিহ্নিত করেন। কংগ্রেস বিষয়টি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানায়। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তাঁর প্রয়াত পিতা বালাসাহেব ঠাকরের ‘অবস্থান’ মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘আমরা নতুন কী করেছি? শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব যা বলেছিলেন, সেটাই বাস্তবে রূপায়ণ করছি।” প্রসঙ্গত, নব্বইয়ের দশকে প্রথম অওরঙ্গাবাদের নাম বদলের দাবি তুলেছিলেন বালাসাহেব।

২০১৯ সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের পরে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে জোট সরকার গড়েছিল শিবসেনা। সেই কর্মসূচির অন্যতম অংশ রাজ্যে ধর্মনিরপেক্ষতার আবহ রক্ষা করা। মুখ্যমন্ত্রী উদ্ধব অবশ্য মনে করেন, অওরঙ্গাবাদের নাম বদলের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতায় আঘাতের যুক্তি ধোপে টিকবে না। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমাদের অ্যাজেন্ডাতে যে ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ রয়েছে, তার সঙ্গে অওরঙ্গজেবের মতো শাসক খাপ খান না।’’

আরো পড়ুন- ৫ দিনের সফরে ৮ জেলার ২০০ নেতার সঙ্গে আলোচনা অভিষেকের

 

অওরঙ্গজেব ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন না, বিতর্কে পড়ে সাফাই উদ্ধবের

উদ্ভব ঠাকরে সম্প্রতি তাঁর সরকারি টুইটার হ্যান্ডলে অওরঙ্গাবাদকে ‘শম্ভাজি নগর’ নামে চিহ্নিত করেন। কংগ্রেস বিষয়টি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানায়। এ প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তাঁর প্রয়াত পিতা বালাসাহেব ঠাকরের ‘অবস্থান’ মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘আমরা নতুন কী করেছি? শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব যা বলেছিলেন, সেটাই বাস্তবে রূপায়ণ করছি।” প্রসঙ্গত, নব্বইয়ের দশকে প্রথম অওরঙ্গাবাদের নাম বদলের দাবি তুলেছিলেন বালাসাহেব।

২০১৯ সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের পরে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে কংগ্রেস এবং এনসিপি-র সঙ্গে জোট সরকার গড়েছিল শিবসেনা। সেই কর্মসূচির অন্যতম অংশ রাজ্যে ধর্মনিরপেক্ষতার আবহ রক্ষা করা। মুখ্যমন্ত্রী উদ্ধব অবশ্য মনে করেন, অওরঙ্গাবাদের নাম বদলের ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতায় আঘাতের যুক্তি ধোপে টিকবে না। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আমাদের অ্যাজেন্ডাতে যে ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ রয়েছে, তার সঙ্গে অওরঙ্গজেবের মতো শাসক খাপ খান না।’’

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version