Saturday, November 15, 2025

দলত্যাগী বিধায়কদের চিঠি শাসকদলের, তালিকায় নেই শোভন!

Date:

বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই দলবদলের হিড়িক বাড়ছে স্বভাবতই নজরে থাকছে শাসকদল। এখন পর্যন্ত প্রায় ১৫ জন বিধায়ক তৃণমূল (Tmc) ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখেছেন। রয়েছেন শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari), শীলভদ্র দত্তেরা (Shilbhadra Dutta)। তবে শুভেন্দু বিধায়ক পদে ইস্তফা দিয়ে পদ্মশিবিরে যোগ দিয়েছেন। তবে অন্যরা কেউই এখনও পর্যন্ত বিধায়ক পদ ছাড়েননি। সূত্রের খবর, এবার সেই সব বিধায়কদের কাছে তাদের অবস্থান জানতে তৃণমূলের তরফে চিঠি দেওয়া হয়েছে।

চিঠি গিয়েছে শুভ্রাংশু রায়, শীলভদ্র দত্তের মতো বিধায়কদের কাছে। “কে এল, কে গেল ভুলে যান”, বলে শুক্রবার কালীঘাটের বৈঠকে বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তার পাশাপাশি, এবার দল ছেড়ে চলে যাওয়া বিধায়কদের রাজনৈতিক অবস্থান জানতে দলের তরফে দেওয়া হল চিঠি।

আরও পড়ুন:বেইমানের জায়গা নেই, নন্দীগ্রামে শুভেন্দুর অফিস ভেঙে সাফ করলেন স্থানীয়রা

আর এসবের মধ্যেও আরেক খবর, দলত্যাগী বিধায়কদের মধ্যে থেকে শোভন চট্টোপাধ্যায়কে এই চিঠি যায়নি। এই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা।

২০১৯-এর অগাস্ট মাসে বিজেপিতে (Bjp) যোগ দেন কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় (Sovon Chattopadhyay)। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Bandopadhyay)। কিন্তু বিধায়ক পদে ইস্তফা দেননি তিনি। এই অবস্থায় শোভন চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে বাকি বিধায়কদের চিঠি পাঠানোকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন। যদিও, সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে যে, এখন শোভন চট্টোপাধ্যায়কে (Sovon Chattopadhyay) চিঠি না পাঠানো হলেও ভবিষ্যতে তাকে চিঠি পাঠানোর একটা প্রস্তুতি নিচ্ছে শাসকদল।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version