Saturday, August 23, 2025

৩০০ জঙ্গির মৃত্যু হয়েছিল বালাকোট হামলায়, অবশেষে স্বীকার প্রাক্তন পাক কূটনীতিকের

Date:

প্রায় দু’বছর আগে পুলওয়ামায়(Pulwama) জঙ্গি হামলার(Terror Attack) প্রত্যুত্তরে পাকিস্তানের বালাকোটে(balakot) পাল্টা হামলা চালিয়েছিল ভারতীয় সেনা(Indian army)। সেই হামলায় প্রায় ৩০০ জন জঙ্গির মৃত্যু হয় বলে দাবি করা হয়েছিল ভারতের তরফে। তবে এই দাবি মানতে রাজি হয়নি পাকিস্তান সরকার(Pakistan government)। অবশেষে এক প্রাক্তন পাক কূটনীতিকের স্বীকারোক্তিতে প্রকাশ্যে চলে এলো পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতা। সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওই পাক প্রাক্তন কূটনীতিক স্বীকার করে নিলেন ২০১৯ সালে বালাকোটে ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছিল ৩০০ জঙ্গির।

আরও পড়ুন:নাড্ডার কর্মসূচির ধারেকাছেও কেন ছিলেন না শুভেন্দু? জল্পনা তুঙ্গে

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয় হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। এই হামলায় শহিদ হন ৪০ সিআরপিএফ জওয়ান। পাকিস্তানের ঘৃণ্য ষড়যন্ত্রের জবাব দিয়ে ২৬ ফেব্রুয়ারি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের অন্দরে ঢুকে বালাকোটের জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। তবে ভারতের এই প্রত্যাঘাত এর কথা সম্পূর্ণ অস্বীকার করে পাকিস্তানের তরফে জানানো হয়, মিথ্যা কথা বলছে ভারত কোনও ক্ষতি হয়নি। দীর্ঘদিন পর অবশেষে প্রাক্তন কূটনীতিবিদ আঘা হিলালি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘আন্তর্জাতিকক সীমানা পেরিয়ে ভারত সেদিন পাকিস্তানের মাটিতে ঢুকেছিল এবং তাদের বোমা বর্ষণে গুঁড়িয়ে যায় অনেক জঙ্গি ঘাঁটি ৷ অনুমান প্রায় ৩০০ জঙ্গির মৃত্যু হয়।’ প্রসঙ্গত, সেদিন গোটা ঘটনার কথা অস্বীকার করলেও সম্প্রতি সেই ঘটনার কথা স্বীকার করে নেওয়ায় ফের একবার আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version