ফের নয়া কৃষি আইনের সমর্থনে সওয়াল দিলীপের

কৃষক স্বার্থেই নতুন কৃষি আইন; রবিবার সাংবাদিক বৈঠকে ফের এমনই দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রাজ্যে কোনও কোল্ড স্টোরেজ নেই বলে তিনি মন্তব্য করেন। বলেন, কৃষকদের বোঝাতে গ্রাম সভা করা হবে। বিজেপি কর্মীরা ৪০ হাজারের বেশি গ্রাম সভা করবেন। তার দাবি, রাজ্যের কৃষকরা এখন মোদিজির সঙ্গে আছেন। বাংলায় কৃষকরা কেন আন্দোলন করছেন না, সেই প্রশ্নও তোলেন তিনি । তার অভিযোগ , কৃষক সম্মান নিধি প্রকল্প থেকে বঞ্চিত এরাজ্যের কৃষকরা। এখানকার কৃষকরা ফসলের সঠিক দাম পান না। পশ্চিমবঙ্গের কৃষকদের গড় আয় মাত্র ৩ শতাংশ বেড়েছে বলে পরিসংখ্যান দিয়ে দাবি বিজেপি রাজ্য সভাপতির।
এমনকি মুখ্যমন্ত্রীর বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণাকে এদিন কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছেন দেশের সব মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পাবেন। তাই নতুন করে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তার কোনও ভিত্তি নেই বলে দিলীপের মন্তব্য ।

Previous articleকৃষকরা মার্সিডিজ চড়ছে! আন্দোলনকে বদনাম করতে গেরুয়া শিবিরের কুৎসা ফাঁস
Next article‘দেশে বার্ড ফ্লু ছড়াতে কৃষকরা বিরিয়ানি খাচ্ছেন’, বিজেপি MLA-র মন্তব্যে বিতর্ক