কলকাতা মেট্রোয় (Kolkata Metro) শ্লীলতাহানির অভিযোগ। ধৃত অমিত দাস নামের এক ব্যক্তি। মেট্রোয় ভিড়ের সুযোগ নিয়ে ওই ব্যক্তি ওই মহিলার শ্লীলতাহানি করে বলেই অভিযোগ। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ (Patuli Police Station)।

ওই মহিলা প্রতিদিন কবি নজরুল মেট্রো স্টেশন (Kavi Nazrul Metro Station) থেকে মেট্রোয় ওঠেন। কবি নজরুল থেকে এসপ্ল্যানেড (Esplanade) পর্যন্ত তিনি প্রতিদিন যাতায়াত করেন। ওই মহিলার অভিযোগ, প্রায় দু মাস ধরে মেট্রোয় যাতায়াতের সময় অমিত তাঁকে অনুসরণ করত। একাধিকবার ‘বাজে’ ইঙ্গিত করে বলেও অভিযোগ তাঁর। এরপর কবি নজরুল স্টেশন থেকে মেট্রোয় ওঠার সময় ওই মহিলার গোপনাঙ্গ স্পর্শ করে ৪২-এর অমিত। এরপরই চিৎকার করে ওঠেন ওই মহিলা। তিনি কান্নায় ভেঙে পড়েন সেখানেই। বিষয়টি কর্তব্যরত রেল পুলিশের কানে যাওয়ার পরই তাঁরা আটক করেন অভিযুক্তকে। পাটুলি থানা খবর দেওয়া হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। জানা গিয়েছে, আগামিকাল তাকে আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অমিত দাস সোনারপুরের বাসিন্দা। নিগৃহীতা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে ফের একবার কলকাতা মেট্রোয় নারী নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন-শিক্ষক-ঐক্য-মুক্তমঞ্চের নবান্ন অভিযান, পুলিশের সঙ্গে সংঘর্ষে ধুন্ধুমার
