শিক্ষক-ঐক্য-মুক্তমঞ্চের নবান্ন অভিযান, পুলিশের সঙ্গে সংঘর্ষে ধুন্ধুমার

শান্তিপূর্ণ মিছিল (teachers march) হঠাৎই অশান্ত হয়ে উঠল। আর তার জেরে গোটা ডাফরিন রোড কার্যত রণক্ষেত্রে পরিণত হল। সোমবার দুপুরে শিক্ষক-ঐক্য-মুক্তমঞ্চের (parateacher)নবান্ন অভিযান(march to nabanna) ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। ডাফরিন রোডের কাছে মিছিল এলে বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা শুরু হয়। হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের। পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ (Police)। তাতে নাক ফেটে যায় ডিসি সুধীর কুমারের।

প্রাণিমিত্র, প্রাণিবন্ধু, এসএসকে, এমএসকে, পার্শ্বশিক্ষকরাই শিক্ষক-ঐক্য-মুক্তমঞ্চের (parateacher) সদস্য। দীর্ঘদিন ধরেই বেতন কাঠামোর উন্নতি-সহ একাধিক দাবি রয়েছে তাঁদের। সেই দাবিতে সোমবার দুপুরে নবান্ন অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষক-ঐক্য-মুক্তমঞ্চের সদস্যরা। এদিন সকালে প্রথমে শহিদ মিনারের কাছে জমায়েত হন তাঁরা। কিছুক্ষণ ধরে চলল সভা। তারপর নবান্ন অভিযান শুরু করেন সদস্যরা। তবে ডাফরিন রোডের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। তাতেই উত্তেজিত হয়ে পড়েন শিক্ষক-ঐক্য-মুক্তমঞ্চের সদস্যরা। শুরু হয় পুলিশ-মিছিলকারীদের কথা কাটাকাটি। মুহূর্তেই তা হাতাহাতির চেহারা নেয়। মিছিলকারীদের প্রথমে বোঝানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। পরিস্থিতি বেগতিক বুঝে বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। তাতেও বিক্ষোভ থামানো যায়নি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ডিসি সুধীর কুমারের মুখও ফেটে যায়। বাধ্য হয়ে অল্প সংখ্যক মিছিলকারীদের নবান্নের দিতে যাওয়ার অনুমতি দিয়েছেন পুলিশকর্মীরা। তবে অধিকাংশই বাধ্য হয়ে শহিদ মিনারের সামনে গিয়ে জড়ো হন। তবে সেখানে যাতে নতুন করে যাতে কোনও অশান্তি তৈরি না হয় তাই অতিরিক্ত পুলিশবাহিনী ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন –ফের রাজ্যের তিন আইপিএস অফিসার বদলি

Advt

Previous articleচিনে ফের করোনা হানা, একাধিক প্রদেশে সংক্রমণ, শুরু লকডাউন
Next articleভারতীয় জাঙ্ক পার্টি, যোগ দিলেই কালো হয় সাদা: কটাক্ষ মমতার