Wednesday, August 20, 2025

ভারতীয় জাঙ্ক পার্টি, যোগ দিলেই কালো হয় সাদা: কটাক্ষ মমতার

Date:

Share post:

তৃণমূল ছেড়ে যাঁরা ভয়ে বিজেপিতে (Bjp) যোগ দিয়েছেন তাঁদের বিরুদ্ধে রানাঘাটের সভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তৃণমূল নেত্রীর নিশানায় বিজেপি। কটাক্ষ করে তিনি বলেন, ‘কালো’ টাকা ‘সাদা’ করতেই বিজেপিতে যোগ দিয়েছেন কয়েকজন নেতা। “তৃণমূল (Tmc) করলেই কালো, আর বিজেপি করলেই ভালো। বিজেপি হল সানলাইট, ওয়াশিং মেশিন (Washing Machine)। বিজেপিতে ঢুকলে সব কালো, সাদা হয়ে যায়”।

রানাঘাটের (Ranaghat) হাবিবপুরের ছাতিমতলায় জনসভায় আগাগোড়া বিজেপিকে নিশানা করেন তৃণমূল নেত্রী। ‘ভারতীয় জাঙ্ক পার্টি’- বলে কটাক্ষও করেন তিনি। অভিযোগ করেন, সিবিআই-ইডি’র (Cbi-ed) জুজু দেখিয়ে অন্যান্য দলের নেতাদের নিজেদের দলে টানছে গেরুয়া শিবির। মমতা দাবি করেন, কেউ টাকা আত্মসাৎ করে বিজেপিতে যোগ দিলেই তাঁদের দোষ মাফ হয়ে যায়। তাঁর কথায়, “সারাদেশে একনায়কতন্ত্র চলছে। কাউকে সিবিআই দেখিয়ে, কাউকে ইডি দেখিয়ে দলে টানছে। তাঁদের কোনও দোষ নেই। এমনি এমনি একটা কাগজ তৈরি করছে। আগামিদিন দেখে নেবেন, মিলিয়ে নেবেন”।

শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর বিজেপির ইউ টিউব (You tube) অ্যাকাউন্ট থেকে নারদের ভিডিও গায়েব হয়ে যায়। সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, “এই যে কয়েকজন গিয়েছেন, কেন গিয়েছেন বলুন তো? অনেক টাকা করেছে। কাউকে ইডির ভয় দেখিয়েছে, কাউকে সিবিআইয়ের ভয় দেখিয়েছে। এইসব ভয় দেখিয়ে বলেছে, যদি টাকা রাখতে চাও, তাহলে বিজেপিতে যাও, যদি কালো টাকা সাদা করতে চাও, তবে বিজেপিতে যাও, যদি টাকা মারতে চাও, তাহলে বিজেপিতে যাও। বিজেপিতে একেবারে জাঙ্ক পার্টি হয়ে গিয়েছে। ভারতীয় জাঙ্ক পার্টি সমস্ত ডাস্টবিনের মধ্যে সব ফেলে দিচ্ছে।আর সেই ডাস্টবিন থেকে বিজেপি করলে সাত খুন মাফ। অন্যরা করলে বন্ধ ঝাঁপ”।

আরও পড়ুন:চিনে ফের করোনা হানা, একাধিক প্রদেশে সংক্রমণ, শুরু লকডাউন

উত্তর 24 পরগনার ঠাকুরনগর এবং সংলগ্ন অঞ্চল এর পাশাপাশি নদী আরো অনেক জায়গাতেই মতুয়া সম্প্রদায় মানুষের বাস সে কথা মাথায় রেখেই এদিন এর এনআরসি এনবিআর নিয়ে মুখ্যমন্ত্রী তিনি জানান 50 60 বছর যারা দেশে আছে তারা এমনিতেই নাগরিক বিরোধী কোন আইন তিনি রাজ্যে চালু হতে দেবেন না বলেও জানান মমতা উদ্বাস্তু কলোনির এই সরকারই বৈধ করে দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advt

spot_img

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...