দেশের প্রথম ১০ কোটির জন্য করোনা টিকা কোভিশিল্ডের ভায়াল ২০০ টাকায়

ভারতের প্রথম ১০ কোটি মানুষের জন্য অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের (covishield) দাম ধার্য হয়েছে ২০০ টাকা। কোভিশিল্ড সরবরাহকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) ও ভারত সরকারের মধ্যে এই বিষয়ে চুক্তি হয়েছে বলে সূত্রের খবর। কোভিশিল্ডের প্রতি ভায়ালের জন্য এই দাম ধরা হয়েছে বলে জানা গিয়েছে। দেশের প্রথম ১০ কোটি মানুষকে জরুরি ব্যবহারের স্বার্থে টিকাকরণ করতে সেরামের কাছ থেকে এই দামেই কোভিশিল্ড কিনবে কেন্দ্রীয় সরকার। দাম নিয়ে এই চুক্তির পর সম্ভবত আজ রাতেই পুণের সেরাম থেকে প্রথম দফায় প্রায় ১ কোটি ১০ লক্ষ ভ্যাকসিন সরবরাহ হতে চলেছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে জরুরি ভিত্তিতে ব্যবহারের প্রয়োজনে ১৬ ডিসেম্বর থেকে ভারতে করোনা টিকাকরণ শুরু হতে চলেছে। জরুরি ব্যবহারের স্বার্থে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ও ভারত বায়োটেক- আইসিএমআরের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে মোদি সরকার।

আরও পড়ুন- কয়লা পাচারকাণ্ডে কোন্নগরে দিনভর ম্যারাথন তল্লাশি, উদ্ধার নথি

Advt

Previous articleকয়লা পাচারকাণ্ডে কোন্নগরে দিনভর ম্যারাথন তল্লাশি, উদ্ধার নথি
Next articleডাবগ্রাম-ফুলবাড়িতে লাল ঝান্ডার প্রচারে স্বস্তি গৌতম দেবের, কটাক্ষ বামেদের