কয়লা পাচারকাণ্ডে কোন্নগরে দিনভর ম্যারাথন তল্লাশি, উদ্ধার নথি

কয়লা পাচার কাণ্ডে কোন্নগরের (Kannogar) কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় প্রায় দশ ঘণ্টা ম্যারাথন (Marathon) তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মিলল নথি-সূত্র। সোমবার, সকাল থেকে প্রায় দশ ঘণ্টা ধরে অমিত সিং ও নীরজ সিংয়ের বাড়িতে তল্লাশি চালান ইডির (Ed) অফিসাররা। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি (Documents) উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর।

মূলত, কয়লা পাচারকাণ্ডে লালা যোগের সন্ধান পাওয়া যায় কানাইপুর শাস্ত্রীনগর এলাকায়।এর আগে এই বাড়িতে হানা দিয়েছিল সিবিআই (Cbi)। আবার ইডির প্রতিনিধিরা হানা দেয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে নিয়ে গিয়েছে এই বাড়ি থেকে। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি ইডির অফিসাররা।

আরও পড়ুন- বার্ড ফ্লু’র হানা ৯ রাজ্যে, মানবদেহে সংক্রমণের আশঙ্কায় সতর্কবাতা কেন্দ্রের

Advt

Previous articleবার্ড ফ্লু’র হানা ৯ রাজ্যে, মানবদেহে সংক্রমণের আশঙ্কায় সতর্কবাতা কেন্দ্রের
Next articleদেশের প্রথম ১০ কোটির জন্য করোনা টিকা কোভিশিল্ডের ভায়াল ২০০ টাকায়