Tuesday, May 13, 2025

বার্ড ফ্লুতে আক্রান্ত রাজ্যের সংখ্যা বাড়ার সম্ভাবনা, জারি চূড়ান্ত সতর্কতা

Date:

Share post:

বার্ড ফ্লুর (Bird Flu) জেরে ভয়ঙ্কর পরিস্থিতি দেশের সাত রাজ্যে। চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে গুজরাত (Gujrat), হরিয়ানা (Hariyana), হিমাচলপ্রদেশ (Himachalpradesh), কেরল (Kerala), মধ্যপ্রদেশ (MadhyaPradesh), রাজস্থান (Rajasthan), উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। এর মধ্যে আরও দুই রাজ্য যোগ হতে পারে বলে জানা যাচ্ছে। দিল্লি-মহারাষ্ট্র। তবে সেখানে মরে যাওয়া পাখিগুলির ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তার রিপোর্ট এখনও মেলেনি। সংক্রমণ রুখতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশ, পোল্ট্রিতে বা পাখিদের মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখা গেলে, সেগুলিকে আলাদা রাখার জন্য।

অন্যদিকে দিল্লিতে (Delhi) পাখি আমদানি বন্ধ করা হয়েছে। আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে সর্ববৃহৎ পোলট্রি মার্কেট দিল্লি গাজিপুরের (Gazipur)। ইতিমধ্যেই সেই মার্কেট থেকে পাখিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় প্রশাসন কোনও পাখিদের মধ্যে কোনও অস্বাভাবিকতা দেখলে যাতে জানাতে পারে তাই খোলা হয়েছে কন্ট্রোলরুম। দক্ষিণ দিল্লির জাসোলায় একটি পার্কে ৩ দিনে ২৪টি কাকের মৃত্যু হয়েছে, সঞ্জয় লেকে মৃত্যু হয়েছে ১০টি হাঁসের। মধ্যপ্রদেশের ২৭ জেলায় ১১০০ কাকের মৃত্যু হয়েছে মাত্র কয়েকদিনে। মহারাষ্ট্রের পারভানির একটি খামার থেকে ৯০০ মুরগির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফলে প্রবল দুশ্চিন্তায় প্রশাসন।

বার্ড ফ্লু দমন নিয়ে সোমবারই বৈঠকে বসতে চলেছে সংসদের কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। রোগ দমনে প্রয়োজনীয় টিকা-সহ অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখতে সোমবার পশুপালন মন্ত্রকের কর্তাদের তলব করেছে ওই কমিটি। জরুরি বৈঠকে বসছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও।

সেন্ট্রাল জ্যু অথরিটির (CZA) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিটি রাজ্যের চিড়িয়াখানা কর্তৃপক্ষকে প্রতিদিন বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে। পাখিদের ওপর নজরদারি বাড়াতে হবে। পশুপালন এবং ডেয়ারি মন্ত্রক প্রতিটি রাজ্যের ওপর কড়া নজর রাখছে। চিড়িয়াখানায় কোনও পাখির রহস্যজনক বা অস্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা, তা মুহূর্তে জানাতে হবে।

আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসে আসতে পারবেন না বরিস, পরিবর্তিত অতিথি সুরিনামের প্রেসিডেন্ট

Advt

spot_img

Related articles

ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

১৩ মে। ইতিহাস গড়ার সেই অবিস্মরণীয় দিনের ১৪ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনেই বাংলার রাজনীতিতে এক...

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন...

দিন পনেরো আগেই কথা হয়েছে ছেলের সঙ্গে: শোকস্তব্ধ প্রীতমের বাবা রাজা দাশগুপ্ত

একজন দিলীপ ঘোষ। যিনি রিঙ্কু মজুমদারকে বিয়ে করার পরে আপন করে নিয়েছিলেন তাঁর পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমকে...

মাকে খুনের অভিযোগে বাবা ও দাদার বিরুদ্ধে! অভিযোগ শিশুকন্যার 

নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড হাওড়ার জগাছায়। সোমবার রাতে মা সুলেখা জয়সওয়ালের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী ও পুত্রের বিরুদ্ধে খুনের...