হুগলির কোন্নগর কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় হঠাৎ ইডির (ED) হানা। সোমবার সকালে শাস্ত্রীনগর এলাকার অমিত সিং ও নীরজ সিং-এর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির টিম হানা দেয়।

মূলত কিছুদিন আগে এই বাড়িতেই সিবিআই (Sbi) হানা দিয়েছিল। মূলত কয়লা পাচার কাণ্ডে লালার সঙ্গে অমিত সিং ও নীরজ সিং-এর ঘনিষ্ঠতার কথা জানা গিয়েছিল। এবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে এদিন ওই বাড়িতে হানা দিল ইডির দল। যদি সম্পর্কে মুখ খুলতে চাননি ইডির আধিকারিকরা।
