১৬ জানুয়ারি কী বলবেন তিনি ?

দলের সঙ্গে বিচ্ছেদের চরম বার্তা দেবেন ?

না’কি, তাঁকে নিয়ে চলা যাবতীয় গুঞ্জন বা জল্পনাকে হেলায় উড়িয়ে জানাবেন, তিনি তৃণমূলেই (TMC) আছেন এবং থাকবেন৷

সোমবার এ ধরনের জল্পনাই উসকে দিয়েছে তাঁর একটি ফেসবুক পোস্ট ( Facebook post)৷

পোস্টটি করেছেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ( Rajiv Banerjee)৷ ওই পোস্টে মন্ত্রী আগাম জানিয়েছেন, “আগামী ১৬ জানুয়ারি, শনিবার, বেলা ৩টেয় হ তিনি ‘ফেসবুক’ লাইভ করবেন। উনি লিখেছেন, “সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে আমি সবসময় সোশ্যাল মিডিয়াকেই আগে রাখি। আগামী ১৬ জানুয়ারি শনিবার ফেসবুক লাইভে আসছি”৷ আর এই পোস্ট ঘিরেই জল্পনা তুঙ্গে, ওই লাইভে রাজীব বন্দ্যোপাধ্যায় কী এমন কথা বলবেন?

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই রাজীব মন্ত্রিসভার বৈঠক এড়িয়ে চলছেন৷ দলের বৈঠকেও যাচ্ছেন না৷ তার মধ্যেই কিছু ‘বেসুরো’ কথাও বলছেন।

ইতিমধ্যেই তাঁর ছবি দিয়ে পোস্টারও পড়েছে, যাতে লেখা “আমরা দাদার অনুগামী”। কিছুদিন আগেও একাধিক কর্মসূচিতে দল এবং দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নানা কথা শোনা গিয়েছে মন্ত্রী রাজীবের গলায়। একবার তিনি বলেছেন, “দলে কাজ করার মতো পরিস্থিতি নেই”। আর একবার বলেছেন, “দলের শীর্ষ নেতারা নিচুতলার কর্মীদের চাকরবাকর মনে করেন”। তবে একবারও তৃণমূলের কারও নাম উল্লেখ করে কিছুই বলেননি তিনি৷

সাম্প্রতিক অতীতে রাজীববাবুকে ‘বোঝানো’র চেষ্টা করেছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম৷ কিন্তু তাতে সমস্যার কোনও সমাধান হয়নি। সব মিলিয়ে রাজীবকে নিয়ে রাজ্য রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা ঘুরছে। আর সেই জল্পনাকে সোমবার তুঙ্গে তুলেছে তাঁরই এই ফেসবুক পোস্ট। রাজীব বন্দ্যোপাধ্যায় এ বার ফেসবুক লাইভে কী বলেন, তা নিয়ে চরম কৌতূহল তৃণমূলেও৷ এমনিতেই হাওড়া জেলা তৃণমূলের সভাপতি লক্ষ্ণীরতন শুক্ল আচমকাই মন্ত্রিত্ব ও সভাপতি পদ ছেড়েছেন৷ এতে খুবই বিব্রত দল৷ তার উপর রাজীব ফেসবুক লাইভের কথা ঘোষণা হতেই নানা আশঙ্কা দেখা দিয়েছে তৃণমূল শিবিরে। ১৬ জানুয়ারির ফেসবুক লাইভে রাজীব বন্দ্যোপাধ্যায় যদি সব জল্পনাকে সত্যি প্রমান করে দলের বিরুদ্ধে তোপ দাগেন, তা হলে নিশ্চিতভাবেই আরও একবার বিব্রত, বিড়ম্বিত হবে তৃণমূল৷

আরও পড়ুন- খোলস ছেড়ে বেরিয়ে একদা মায়ের সমান নেত্রীকে নিয়ে বিস্ফোরক শোভন
