Monday, August 25, 2025
কিশোর সাহা

দিনের তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যাচ্ছে কখনও। বইছে কনকনে শীতল হাওয়া। তার মধ্যে লাগাতার যোগাসন করছেন ৩০০ জন পুরুষ ও মহিলা। সব ঠিক ঠাক চললে মঙ্গলবার বেলা ১২টায় একটানা ৭৫ ঘণ্টা সূর্য নমস্কার করে বিশ্ব রেকর্ড গড়বেন ওঁরা। এমন ঘটনা ঘটতে চলেছে দার্জিলিঙে (Darjeeling)।

দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দার্জিলিং পাহাড়ে টানা ৭৫ ঘণ্টা যোগাসন (Yoga) করে বিশ্ব রেকর্ড গড়তে আসরে নেমেছেন ৩০০ জন অংশগ্রহণকারী। দার্জিলিঙের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটের (এইচএমআই) Hmi) এর উদ্যোগে তাদের প্রতিষ্ঠান চত্বরেই ওই যোগাসন শুরু হয়েছে গত ৯ জানুয়ারি শনিবার বেলা ৯টায়। তা চলবে ১২ জানুয়ারি (January) বেলা ১২টা অবধি। অভিনব এই উদ্যোগের মূল পরিকল্পনা যাঁর তিনি হলেন এইচএমআইয়ের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন জয় কিশান (Joy Kishan)।

এইচএমই সূত্রে খবর, শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি (Jalpaiguri), দার্জিলিং, কালিম্পং (Kalimpang) ও কার্শিয়ং (Karshiong) থেকে বাছাই করা ৩০০ জন যোগাসন শুরু করেছেন। যাঁদের মধ্যে ৬০ শতাংশ মহিলা এবং বাকিরা পুরুষ। পাহাড়ি এলাকায় লাগাতার ৭৫ ঘণ্টা যোগাসন করা মুখের কথা নয়। সে জন্য প্রতিযোগীদের আগাম কয়েক দফায় প্রস্তুতি শিবির করতে হয়েছে।

সূর্য নমস্কারে রয়েছে ১২টি ভঙ্গিমার আসন। তা আগেভাগে মহড়া দিয়েছেন ওঁরা। প্রতিকূল আবহাওয়ায় পাহাড়ি এলাকায় লাগাতার আসন করার সময়ে যাতে শ্বাসপ্রশ্বাসে কোনও সমস্যা না হয় সে দিকে খেয়াল রাখতে ২৪ ঘণ্টাই চিকিৎসকদের (Doctors) কাছে রাখা হয়েছে।

আরও পড়ুন-করোনা- ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করার শেষ তারিখ ঘোষণা কেন্দ্রের

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version