উত্তরবঙ্গ উৎসব নিয়ে উত্তরকন্যায় বৈঠক রবীন্দ্রনাথ ঘোষের

আগামী ১লা ফেব্রুয়ারী থেকে ১০ই ফেব্রুয়ারী পর্যন্ত উত্তরবঙ্গের ৮টি জেলাকে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ২০২১-এর উত্তরবঙ্গ উৎসব। এই উত্তরবঙ্গ উৎসবের প্রস্তুতিকে নিয়ে রাজ্য সরকারের শাখা সচিবালয় উত্তরকন্যায় বৈঠক করলেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। বৈঠকে উপস্থিত ছিলেন এস. জে. ডি. এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন (Bijay Chandra Barman)। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ শান্তা ছেত্রী (santa Chetri), পুলিশ সুপার, উত্তরবঙ্গের ৮টি জেলার জেলাশাসক এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের আধিকারিকবৃন্দ।

বৈঠকের পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) বলেন, “উত্তরবঙ্গ উৎসব ২০২১ আজকে ৮টি জেলা নিয়ে এবং ডি. আই. সি. ও থেকে শুরু করে খুব ঘনিষ্ট ও এন. বি. ডি. টি র আধিকারিকদের নিয়ে আজকের এই বৈঠক হল। আগামী ১লা ফেব্রুয়ারী থেকে ১০ ই ফেব্রুয়ারীর মধ্যে এই উত্তরবঙ্গ উৎসবের সমস্ত অনুষ্ঠানগুলি সম্পূর্ন হবে। প্রত্যেক জেলায় দুটি করে জায়গা থাকবে। একটি জায়গা হবে জেনারেল জায়গায় ডিস্ট্রিক হেড কোয়ার্টার বা তার আশেপাশে কেন্দ্রীয় ভাবে, আর একটি আদিবাসী অধ্যুষিত এলাকায়, আদিবাসী সংস্কৃতি ও জেলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য জায়গা হবে। প্রত্যেক বছরের মতো এবছরও আটটি জেলার নয়জন বিশিষ্টব্যক্তির মধ্যে একজন বিশিষ্টব্যক্তিকে, বিশেষ করে যারা খেলাধূলা, জনসেবামূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন, এছাড়া দার্জিলিং জেলার একজন একজন দুই জন, যেহেতু পাহাড় ও সমতল আলাদা রয়েছে, তাদের বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করা হবে। এছাড়া প্রত্যেক জেলায় যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বিধানসভার প্রত্যেক কেন্দ্র থেকে একজন করে গরিব মেধাবীসম্পন্নদের দশ হাজার টাকা করে স্কলারশিপ করে দেওয়া হবে”। প্রত্যেক জেলায়, প্রত্যেক জায়গায় বা শিলিগুড়িতে যে বসে আঁকো প্রতিযোগিতা হয় করোনার জন্য তা এবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এবছর কলকাতা বা বাইরের কোনো শিল্পী আনা হবে না। উত্তরবঙ্গের যারা শিল্পীগন রয়েছে এবং তাদের মাধ্যমে যে সৃ্ষ্টি-সংস্কৃতি রয়েছে তাই তুলে ধরা হবে বলে জানিয়ছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)।

আরও পড়ুন- আঁখো দেখি: হাতেখড়িতেই ফ্লপ-শো, শোভন-বৈশাখীর সভায় দর্শকাসনে ফাঁকা চেয়ার!

Advt

Previous articleআঁখো দেখি: হাতেখড়িতেই ফ্লপ-শো, শোভন-বৈশাখীর সভায় দর্শকাসনে ফাঁকা চেয়ার!
Next articleবিশ্বস্তরে বিবেকানন্দের পূজারী মমতাই, বিজেপি করছে রাজনীতি: ব্রাত্য