Sunday, November 16, 2025

ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে স্বামীজিকে অপমান করেছেন মোদি, অভিযোগ অভিষেকের

Date:

Share post:

আমেরিকার (USA) প্রাক্তন প্রেসিডেন্ট (Ex President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) পাশে বসিয়ে দেশের প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) স্বামীজিকে (Swami Vivekananda) অপমান করেছেন। স্বামীজির জন্মবার্ষিকীতে (Birth Anugerah) দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)। এদিন সুর চড়িয়ে অভিষেক বলেন, “আজ থেকে এক বছর আগে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসেছিলেন মোদি। যিনি তাঁর ভাষণে স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করতে পারেননি। আর পাশে বসে হাততালি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের থেকে মাইক কেড়ে বলা উচিত ছিল, আগে নামটা ঠিক করে উচ্চারণ করে দেখাও। আমি রাজনৈতিক কথা বলব না। আমরা এত নীচে নামিনি স্বামীজির ছবি ব্যবহার করে বিজেপির প্রশ্নের জবাব দিতে হবে। ওরা ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙে। বলছে বাংলায় বাঙালিদের চেয়ে অবাঙালিদের অবদান বেশি। সহজপাঠ লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এদের ক্ষমা করবে না মানুষ। বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য জানে না। ট্রাম্পকে বর্জন করেছে আমেরিকার মানুষ। আর এখানে যে দু-চারটে আছে সেগুলিকে আমরা রাজনৈতিকভাবে বিদায় করবো।”

আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত বিশাল পদযাত্রা শেষে নরেন্দ্র মোদি ও বিজেপিকে ঢুকে এমনই মন্তব্য করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

স্বামীজি স্মরণে এদিন পদযাত্রার পর বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই অভিষেক জানিয়ে দেন, আজ রাজনীতি করার দিন নয়, তাই রাজনীতি নিয়ে কথা বলবেন না। তবে স্বামীজির ছবিকে সামনে রেখে যাঁরা রাজনীতি করছেন, তাঁদের সমালোচনায় সরব ছিলেন অভিষেক। তিনি বলেন, “গুজরাটে ৩৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হল সর্দার বল্লভভাই পটেলের মূর্তি। তার প্রতিবাদ করছি না। কিন্তু, কেন কলকাতার বুকে ৩ হাজার কোটি টাকা খরচ করে স্বামীজি বা নেতাজির মূর্তি স্থাপিত হবে না? এই প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে।”

আরও পড়ুন- সপ্তাহ খানেকের মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে ভ্যাকসিন পাঠাবে ভারত

এদিন অভিষেক ধর্মীয় বিভাজনের ইস্যু টেনে বিজেপির বিবেকানন্দ-ভক্তি নিয়েই প্রশ্ন তুলে দিলেন। তাঁর কথায়, “এটা গুজরাত নয়। বাংলায় ধর্মে ধর্মে বিভাজন করা যাবে না। ধর্মের নামে যাঁরা বিভেদ তৈরি করতে চাইছে রাজ্যে তাঁদের স্বামী বিবেকানন্দের নাম করার অধিকার নেই।স্বামীজির (Swami Vivekananda) ছবি সামনে রেখে ২০১৪ সালে প্রচার করেছিল নরেন্দ্র মোদি। তারপর বেলুড় মঠকে ন্যূনতম সম্মান দেয়নি। গুজরাতে ৩,৫০০ কোটি টাকায় তৈরি হল সর্দার বল্লভভাই পটেলের মূর্তি। আমরা প্রতিবাদ করিনি। করবো না। কিন্তু, একইভাবে কেন কলকাতার বুকে ৩ হাজার কোটি খরচ করে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি তৈরি হবে না? আসলে এরা মিথ্যাবাদী। মুখে রাম আর কাজে নাথুরাম!”

নাগরিকত্ব বিল নিয়ে স্বামীজির প্রসঙ্গ তুলেছেন অভিষেক বলেন, ”স্বামীজি কি কখনও বলে গিয়েছিলেন ভারতে তিন-চারটি ধর্মের লোককে নাগরিকত্ব দেবে। বিবেকানন্দের নাম মুখে আনার অধিকার নেই ওদের। সর্বধর্ম সমন্বয়, সহিষ্ণুতার কথা বলেছেন স্বামীজি। কিন্তু বিজেপি বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার ছড়িয়ে দিয়েছে।”

নারীর ক্ষমতায়নে স্বামী বিবেকানন্দের আদর্শ মেনেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চলছেন বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “স্বামীজির দীক্ষা, শিক্ষা নিয়ে মানবসেবার কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারীর ক্ষমতায়নের কথা বলেছিলেন স্বামীজি। কন্যাশ্রী, রূপশ্রীর মাধ্যমে সেই কাজই করেছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী কার্ড বাড়ির গৃহকর্ত্রীর হাতে তুলে দিয়েছেন।”

আরও পড়ুন- গীতাঞ্জলি প্রকল্পে ঘরের দাবিতে বন্ধ ইসলামপুর বাইপাসের কাজ

Advt

 

 

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...