সপ্তাহ খানেকের মধ্যেই প্রতিবেশী দেশগুলোতে ভ্যাকসিন পাঠাবে ভারত

১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে (all over India) করোনার ভ্যাকসিন (Corona vaccination will start)দেওয়া শুরু হচ্ছে। এদিকে ভারতের কাছে কোভিড ভ্যাকসিন (COVID-19 Vaccine) চেয়েছে বাংলাদেশ, নেপালের(Bangladesh, Nepal) মতো প্রতিবেশী দেশগুলি। এমনকী কোভিশিল্ড চেয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(prime minister Narendra Modi) অনুরোধ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্টও(president of Brazil)। কিন্তু তাঁদের কবে কোভিড প্রতিষেধক পাঠানো হবে? মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ( foreign minister S jayashankar) সংবাদসংস্থাকে জানান, কোভিড ভ্যাকসিনকে এখনই বাজারজাত করা হচ্ছে না। শুধুমাত্র জরুরি ব্যবহারের ভিত্তিতে প্রতিবেশী দেশের সরকারকে ভ্যাকসিন সরবরাহ করা হবে। তাও সীমিত সংখ্যক ডোজ পাঠানো হবে বলেও এদিন জানান বিদেশমন্ত্রী।

কিন্তু কবে পাঠানো হবে ? জয়শঙ্কর বলেন, “দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরু হোক। তারপরেই প্রতিবেশী দেশে কোভিড প্রতিষেধক পাঠানোর পরিকল্পনা স্পষ্ট করবে কেন্দ্র। তবে কথা মতোই বিশ্বের বিভিন্ন প্রান্তে টিকা পৌঁছে দেবে ভারত।”

প্রতিবেশী কোন কোন দেশে কত টিকা কীভাবে পাঠানো হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশমন্ত্রককে(will decided by foreign ministry)। সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে খবর, দেশে টিকাকরণ শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিবেশী দেশগুলিকে কোভিড ভ্যাকসিন পাঠানো শুরু হতে পারে।

প্রসঙ্গত, সেরাম ইন্সটিটিউটের (sirum institute) কাছে তিন কোটি কোভিশিল্ড,(covishield vaccine) চেয়েছে বাংলাদেশ। ১ কোটি ২০ লক্ষ ভায়াল ভ্যাকসিন চেয়েছে নেপাল। জরুরি ভিত্তিতে ২০ লক্ষ টিকা চেয়েছে ব্রাজিল। প্রতিষেধক চেয়ে আবেদন করেছে ভূটান. মায়ানমারের মতো প্রতিবেশি দেশগুলিও। এদিকে সেরাম ইনস্টিটিউটকে ১ কোটি ১০ লক্ষ ভায়াল কোভিশিল্ডের বরাত দিয়েছে কেন্দ্র। যা ১৪ জানুয়ারির মধ্যে সরবরাহ করতে হবে। বিশ্বের কোনও ভ্যাকসিনই খোলা বাজারে বিক্রি শুরু হয়নি। শুধুমাত্র জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য বিভিন্ন দেশের সরকারকে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, চলতি বছরের দ্বিতীয়ার্ধে কোভিড ভ্যাকসিন খোলা বাজারে বিক্রির বিষয়ে চিন্তা করবে।

Advt

Previous articleশুধু সরকারের জন্য ২০০ টাকা, খোলা বাজারে ভ্যাকসিনের দাম জানালেন সেরাম প্রধান
Next articleডিজিটাল পাসওয়ার্ডে সেন্ট্রালি লক করা ভ্যাকসিনবন্দি কুলার