বিতর্কে স্টিভ স্মিথ, পন্থের ব‍্যাটিং গার্ড মুছে দেওয়ার অভিযোগ স্মিথের দিকে

ফের বিতর্কে স্টিভ স্মিথ (stive smith)। আরও একবার প্রশ্ন উঠল স্মিথের শততা নিয়ে। সোমবার সিডনি টেস্টে ( Sydney test)ভারতীয়( india) ব‍্যাটসম‍্যান ঋষভ পান্থের ( Rishabh Panth) ব‍্যার্টিং গার্ড মোছার চেস্টা করেন স্মিথ। সেই দৃশ‍্য ধরা পড়ে ক‍্যামারেয়ায়। যা নিয়ে তুমল শোরগোল পড়ে যায় ক্রিকেট দুনিয়ায়।

সোমবার তৃতীয় টেস্টে পান্থ যখন ক্রিজে ছিলেন, ঠিক তখন দেখা যায় স্মিথ ক্রিজে এসে দাড়ান। এরপর দেখা যায় ক্রিজে পা দিয়ে ব‍্যাটিং গার্ড মোছার চেস্টা করেন স্মিথ। আর সেই ছবি ধরা পড়ে স্টাম্পের ক‍্যামেরায়। এরপরই আলোরণ পড়ে যায় ক্রিকেট দুনিয়ায়।

এই ঘটনার তীব্র নিন্দা করেন বীরেন্দ্র সেহবাগ। তিনি তাঁর টুইটারে সেই ভিডিও পোস্টও করেন।

আরও পড়ুন:ব্রিসবেন টেস্ট থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ