স্বামীজির শিক্ষাই আমাদের চলার প্রেরণা, বিবেক স্মরণে মুখ্যমন্ত্রী

আজ, ১২ জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৫৯ তম জন্মদিবস (Birth Aniversy)। শুধু এই বঙ্গভূমি নয় দেশের সীমান ছাড়িয়ে বিশ্বজুড়ে মহাসমারোহে স্বামীজীর জন্মতিথি পালিত হয়।

স্বামীজির জন্মবার্ষিকী উপলক্ষে, আজ মঙ্গলবার ট্যুইট করে এই মহান পুরুষকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যবাসীর উদ্দেশ্যে ট্যুইটে তিনি লেখেন, “চিরকাল সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে গিয়েছেন স্বামীজি। তাঁর শিক্ষাই আমাদের চলার প্রেরণা। তাঁর শিক্ষা ও বাণী আমাদের মনে রাখতে হবে। শান্তি ও সৌভ্রাতৃত্বের পথেই চলতে হবে।”

আরও পড়ুন:মহাসমারোহে শ্রদ্ধায় পালন স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন ট্যুইট করে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল (Governor) জগদীপ ধনকড়ও (Jaydeep Dhankar)।

Advt

Previous articleমহাসমারোহে শ্রদ্ধায় পালন স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী
Next articleজন্মদিনে সকালেই স্বামীজী স্মরণে শুভেন্দু, দুপুরে রাজপথে অভিষেক