বৃহস্পতিবার আইলিগের ( I-league) দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং (mohammedan sporting club) । প্রতিপক্ষ চার্চিল ব্রার্দাস ( churchill brothers) । শেষ ম্যাচে সুদেভা এফসিকে ( sudeva fc) ১-০ গোলে হারিয়ে ছিল জোসে হাবিয়ার ( Jose Hevia)দল। চার্চিল ম্যাচেও তিন পয়েন্ট চাইছে তিনি।
দীর্ঘ সাত বছর পর আবারও আইলিগের মূল পর্বে সাদা-কালো ব্রিগেড। শেষ ম্যাচে লিগের নতুন দল সুদেভা এফসির বিরুদ্ধে জয় পেয়েছিল মহামেডান। তবে তা এসেছিল ম্যাচের দ্বিতীয়ার্ধে। বুধবার ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে সাদা-কালো কোচ জোসে হাবিয়া বলেন, “চার্চিলের বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য আমাদের। শেষ ম্যাচে সুদেভা এফসির বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পেয়েছিল দল। তবে চার্চিলের বিরুদ্ধে শুরু থেকেই গোলের জন্য ঝাপাব আমরা।
প্রথম ম্যাচে জয় পাওয়ার বেশ ফুরফুরে মেজাজে সাদা-কালো ব্রিগেড। চার্চিলের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী মহামেডান ফুটবলার কিংসলে( Eze Kingsley) । তবে সুদেভা এফসির তুলনায় যে চার্চিল বেশ শক্তিশালী। তা ভালই জানেন তিনি। তাই তো ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টিতে যেতে নারাজ কিংসলে। বৃহস্পতিবার চার্চিলের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাইছেন তিনি।
আরও পড়ুন:সৌরভ, জয় শাহের হস্তক্ষেপে স্বস্তির খবর ভারতীয় দলে