কয়লা পাচারকাণ্ডে (Coal Smuglling) কোমর বেঁধে নেমেছে সিবিআই (CBI)। আজ, বুধবার সকাল হতেই ফের তল্লাশি অভিযান (Raid) শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সঙ্গে রয়েছে সিআইএসএফ (CISF) জওয়ানরা।

মূলত দুর্গাপুর (Durgapur), রানিগঞ্জ (Rangunia), আসানসোল (Asansol)-সহ ১০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। জানা গিয়েছে, ৭৫ জন অফিসার পাঁচটি দলে ভাগ হয়ে একই সময়ে তল্লাশি অভিযান শুরু করেন। ব্যবসায়ী বিনয় মিশ্র এবং কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালার (Lala) ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতে একযোগে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি কয়লা পাচারকাণ্ডে রাজ্যজুড়ে অভিযান চালায় ইডি। ১২টিরও বেশি জায়গায় একযোগে তল্লাশি অভিযান করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিশাল দল। কলকাতার একাধিক জায়গায় এদিন সকাল থেকেই এই অভিযান শুরু হয়ে যায়। বড়বাজারে সঞ্জয় সিংয়ের বাড়িতে হানা দেন তাঁরা।

এ ছাড়াও লেকটাউন, হুগলি, উত্তর চব্বিশ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি হয়। বাঙুর অ্যাভিনিউয়ে গণেশ বাগাড়িয়ার বাড়িতেও এদিন হানা দেয় ইডি। যদিও তাঁর ফ্ল্যাট তালা বন্ধ। কারোর দেখা মেলেনি সেখানে। কবে, কোথায় গেছেন বাড়ির লোকজন, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চালাচ্ছেন ইডি অফিসাররা। এ ছাড়াও আরও অনেকেরই বাড়িতে তল্লাশি চলছে। সিবিআইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান বলে খবর ইডি সূত্রে।