Saturday, November 29, 2025

মাঠ দিল না পুরসভা: শিলিগুড়িতে দিলীপের সভা ঊনিশে, থাকতে পারেন শুভেন্দু

Date:

Share post:

বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের (Dilip GHosh) সভার জন্য মাঠ দিল না শিলিগুড়ি পুরসভা। বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি শিলিগুড়িতে দিলীপ ঘোষের (Dilip Ghosh) জনসভা করার কথা। সব ঠিকঠাক থাকলে ওই জনসভা দিয়েই উত্তরবঙ্গে পা রাখার কথা বিজেপিতে সদ্য আগত প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। যেখানে শুভেন্দুবাবুর হাত ধরে শিলিগুড়ি ও লাগোয়া এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরও যোগদানের কথা রয়েছে। এমনকী, সেখানে সিপিএমের কয়েকজনও যোগ দিতে পারেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। কিন্তু, সেই সভার জন্য বাঘা যতীন পার্ক ব্যবহারের অনুমতি চেয়েছিল বিজেপির দার্জিলিং জেলা কমিটি। শিলিগুড়ি পুরসভার তরফে বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই সময়ে মাঠে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকায় তা জনসভার জন্য দেওয়া যাবে না।

বর্তমানে শিলিগুড়ি পুরসভা প্রশাসকমণ্ডলী চালাচ্ছে। সেই প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন হলেন শিলিগুড়ির সিপিএম বিধায়ক তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য (Ashok Bhattachariya)। পুরসভা সূত্রের খবর, অশোকবাবু প্রশাসক হলেও অনুমতি দেওয়ার বিষয়ে আমলারাই প্রধান পরামর্শদাতার ভূমিকা পালন করেন। তার উপরে পুলিশের তরফেও সবুজ সংকেত প্রয়োজন। তাই একে দিলীপ ঘোষ, তার উপরে শুভেন্দু অধিকারীর আসার সম্ভাবনা থাকায় পুরসভা, পুলিশ-প্রশাসন সকলেই হিসেব কষে পা ফেলছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- সৌরভের শরীরে ফের স্টেন্ট বসানো হবে কয়েকদিনের মধ্যেই, জানালেন অশোক ভট্টাচার্য

যদিও তৃণমূল (TMC) ও সিপিএমের (CPIM) একাংশের মতে, বিজেপি বাঘা যতীন পার্কের মাঠে জনসভা করতে চাইছে মানে খুব বেশি জনসমাগম হবে না। কারণ, বাঘা যতীন পার্কের যা আয়তন তাতে হাজার তিনেক জনসমাগম হলেই মনে হতে পারে ভিড় হয়েছে। বেশি ভিড় দেখাতেই বাঘা যতীন পার্কের দিকে বিজেপি ঝুঁকেছে বলে তৃণমূল-সিপিএমের একাংশ মনে করছেন। শিলিগুড়িতে এনজেপিতে রেলওয়ে ইন্সটিটিউটের মাঠ রয়েছে। তা পেতে বিজেপির অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু, ওই মাঠ ভরাতে প্রচুর ঘাম ঝরাতে হবে বিজেপিকে। দলীয় সূত্রের খবর, শুধু শহরের ৪৭টি ওয়ার্ডের লোক দিয়ে তা হবে না এবং গ্রাম থেকে গাড়ি বোঝাই করে লোক আনার ব্যবস্থা করতে হবে। বিজেপির জেলা কমিটির এক নেতা জানান, বাঘা যতীন পার্ক না পেলেও জনসভা হবে এবং দিলীপ ঘোষের কথা শুনতে মাঠে ও লাগোয়া এলাকায় ভিড় উপচে পড়বে। উপরন্তু, শুভেন্দু অধিকারী এলে তা আরও ঠাসাঠাসি হয়ে যাবে বলে ওই জেলা বিজেপি নেতার দাবি।

আরও পড়ুন- একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, বহুতলে ছড়াল বাগবাজার বস্তির বিধ্বংসী আগুন

Advt

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...