Monday, August 25, 2025

রাজ্যে ভোট নির্বিঘ্ন করতে কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি বাহিনী দাবি কমিশনের

Date:

বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷
দফায় দফায় বাংলায় আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার-সহ পদস্থ কর্তারা৷ ঘন ঘন বৈঠক
করছে কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রক। পাঁচ রাজ্যে আগামী ৩-৪ মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা৷ তবে কমিশনের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গ। অতীতের যে কোনও নির্বাচনে এ রাজ্যে হিংসার ঘটনাসমূহ খতিয়ে দেখে এবার কোনও ঝুঁকিই নিতে চাইছে না কমিশন। তাই পশ্চিমবঙ্গের ভোটের জন্য এখনই কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন৷ এই অনুরোধ নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকও সেরে ফেলেছে কমিশন৷ সূত্রের খবর, আসন্ন নির্বাচনে বাংলার জন্য ৮০০ কোম্পানি আধা-সামরিক বাহিনী চেয়েছেন কমিশন। কেন্দ্রও অরাজি হয়নি৷ কিছুদিনের মধ্যেই রাজ্যে দফায় দফায় বাহিনী ঢোকার পর্ব শুরু হবে বলে কমিশনের দাবি৷
গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে এসেছিলো ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। করোনা-আবহে কেন্দ্রপিছু বুথের সংখ্যা অনূকটাই বৃদ্ধি পেতে চলেছে বলে এবার অবাধ ও শান্তিপূর্ণ করতে আরও ৫১ কোম্পানি অতিরিক্ত বাহিনী কেন্দ্রের কাছে চেয়েছে কমিশন। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের মতো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনও হবে ৭ পর্যায়ে। ফলে ভোটের সূচি অনুসারে এই বাহিনীকে জলায় জেলায় মোতায়েন করা হবে৷ প্রয়োজনে আরও বাহিনী বরাদ্দ করতেও প্রাথমিকভাবে সম্মত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এদিকে গত মঙ্গলবার ফের রাজ্যে এসেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। গত মাসেও তিনি রাজ্যে এসে নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রথম পর্যায়ের বৈঠক সেরে গিয়েছেন। বুধবার তাঁর বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে বসার কথা। তার আগে স্বরাষ্ট্র মন্ত্রক ও কমিশনের বৈঠকে স্পষ্ট, এবার বাংলার ভোট অবাধ ও হিংসামুক্ত করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ৷

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version