দুষ্কৃতী হামলায় ফের উত্তপ্ত ট্যাংরা

ফের উত্তপ্ত ট্যাংরা। অভিযোগ, মঙ্গলবার রাতে এক বিজেপি কর্মীর বাড়ির সামনে গিয়ে তাঁকে মারধর করা হয়। পরিবারের লোকজনের উপরও হামলা হয়। এই ঘটনায় বুধবার সকালেও চাপানউতোর চলছে মথুরবাবু লেনে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গিয়েছে , ৫৭ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার সন্ধ্যায় কম্বল বিতরণ কর্মসূচি ছিল। তা সেরে রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরছিলেন দলের বুথ সভাপতি বাপি দে। অভিযোগ, আচমকাই বাড়ির সামনে বেশ কিছু দুষ্কৃতী চড়াও হয়ে লাঠি নিয়ে তাঁর উপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে এসে স্ত্রী, শাশুড়ি এবং নাবালক পুত্র-কন্যাকেও বেধড়ক মারের মুখে পড়তে হয় বলেও অভিযোগ। তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।