Sunday, August 24, 2025

ফের ধাক্কা খেলেন ট্রাম্প, এবার অ্যাকাউন্ট ব্লক করল ইউটিউব

Date:

Share post:

প্রেসিডেন্টের মেয়াদ ফুরনোর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ধাক্কা আসছে ডোনাল্ড ট্রাম্পের (donald trump) উপর। বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার থাকা সত্ত্বেও ক্যপিটল হিলে হিংসার ঘটনায় মদত দেওয়ার অভিযোগে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। ফেসবুকেও ধাক্কা খেয়েছেন ট্রাম্প। আর এবার ক্যাপিটল ভবন (capitol building) হামলায় সমর্থকদের প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মুখ ফেরালো ইউটিউবও (YouTube)। গুগলের (Google) পক্ষ থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাম্পের ইউটিউব চ্যানেল। গুগলের অভিযোগ, ট্রাম্পের ব্যক্তিগত ইউটিউব হ্যান্ডেলে এমন কন্টেন্ট ছিল যা উস্কানিমূলক এবং ইউটিউবের শর্ত লঙ্ঘনকারী। এই কারণে মঙ্গলবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয় এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। বলা হয়েছে, সাত দিন পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। তখনও সন্তুষ্ট না হলে অ্যাকাউন্ট ব্লক করার সময় আরও বাড়ানো হবে।

প্রসঙ্গত, ক্যাপিটল ভবনে বেনজির হামলার পর পরই ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করে ফেসবুক, পুরোপুরি বয়কট করে হোয়াটসঅ্যাপ। পাকাপাকিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। আর এই প্রথম কড়া পদক্ষেপের পর হাঁটল ইউটিউবও। ইউটিউবের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানান, আমরা গভীরভাবে খতিয়ে দেখে মনে করেছি ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টের একটি বিশেষ ভিডিও পুরোদস্তুর প্ররোচনামূলক। সেই কারণেই ভিডিওটি আমরা সরিয়ে দিয়েছি। পরে নীতিভঙ্গের কারণে অ্যাকাউন্টটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের স্ট্রাইক সিস্টেম অনুযায়ী, আপাতত সাতদিন নতুন ভিডিও আপলোড বা লাইভস্ট্রিম করা যাবে না। প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের কমিটিতে কৃষি আইনের সমর্থকরাই! কৃষকরা ন্যায্য বিচার পাবে তো প্রশ্ন তুলে সরব মহুয়া

Advt

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...