Thursday, November 6, 2025

প্রেসিডেন্টের মেয়াদ ফুরনোর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ধাক্কা আসছে ডোনাল্ড ট্রাম্পের (donald trump) উপর। বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার থাকা সত্ত্বেও ক্যপিটল হিলে হিংসার ঘটনায় মদত দেওয়ার অভিযোগে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। ফেসবুকেও ধাক্কা খেয়েছেন ট্রাম্প। আর এবার ক্যাপিটল ভবন (capitol building) হামলায় সমর্থকদের প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মুখ ফেরালো ইউটিউবও (YouTube)। গুগলের (Google) পক্ষ থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাম্পের ইউটিউব চ্যানেল। গুগলের অভিযোগ, ট্রাম্পের ব্যক্তিগত ইউটিউব হ্যান্ডেলে এমন কন্টেন্ট ছিল যা উস্কানিমূলক এবং ইউটিউবের শর্ত লঙ্ঘনকারী। এই কারণে মঙ্গলবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয় এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। বলা হয়েছে, সাত দিন পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। তখনও সন্তুষ্ট না হলে অ্যাকাউন্ট ব্লক করার সময় আরও বাড়ানো হবে।

প্রসঙ্গত, ক্যাপিটল ভবনে বেনজির হামলার পর পরই ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করে ফেসবুক, পুরোপুরি বয়কট করে হোয়াটসঅ্যাপ। পাকাপাকিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। আর এই প্রথম কড়া পদক্ষেপের পর হাঁটল ইউটিউবও। ইউটিউবের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানান, আমরা গভীরভাবে খতিয়ে দেখে মনে করেছি ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টের একটি বিশেষ ভিডিও পুরোদস্তুর প্ররোচনামূলক। সেই কারণেই ভিডিওটি আমরা সরিয়ে দিয়েছি। পরে নীতিভঙ্গের কারণে অ্যাকাউন্টটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের স্ট্রাইক সিস্টেম অনুযায়ী, আপাতত সাতদিন নতুন ভিডিও আপলোড বা লাইভস্ট্রিম করা যাবে না। প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের কমিটিতে কৃষি আইনের সমর্থকরাই! কৃষকরা ন্যায্য বিচার পাবে তো প্রশ্ন তুলে সরব মহুয়া

Related articles

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...
Exit mobile version