Wednesday, November 5, 2025

প্রেসিডেন্টের মেয়াদ ফুরনোর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ধাক্কা আসছে ডোনাল্ড ট্রাম্পের (donald trump) উপর। বিশ্বের রাষ্ট্রনেতাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফলোয়ার থাকা সত্ত্বেও ক্যপিটল হিলে হিংসার ঘটনায় মদত দেওয়ার অভিযোগে আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার। ফেসবুকেও ধাক্কা খেয়েছেন ট্রাম্প। আর এবার ক্যাপিটল ভবন (capitol building) হামলায় সমর্থকদের প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মুখ ফেরালো ইউটিউবও (YouTube)। গুগলের (Google) পক্ষ থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাম্পের ইউটিউব চ্যানেল। গুগলের অভিযোগ, ট্রাম্পের ব্যক্তিগত ইউটিউব হ্যান্ডেলে এমন কন্টেন্ট ছিল যা উস্কানিমূলক এবং ইউটিউবের শর্ত লঙ্ঘনকারী। এই কারণে মঙ্গলবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয় এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। বলা হয়েছে, সাত দিন পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। তখনও সন্তুষ্ট না হলে অ্যাকাউন্ট ব্লক করার সময় আরও বাড়ানো হবে।

প্রসঙ্গত, ক্যাপিটল ভবনে বেনজির হামলার পর পরই ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করে ফেসবুক, পুরোপুরি বয়কট করে হোয়াটসঅ্যাপ। পাকাপাকিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। আর এই প্রথম কড়া পদক্ষেপের পর হাঁটল ইউটিউবও। ইউটিউবের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানান, আমরা গভীরভাবে খতিয়ে দেখে মনে করেছি ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টের একটি বিশেষ ভিডিও পুরোদস্তুর প্ররোচনামূলক। সেই কারণেই ভিডিওটি আমরা সরিয়ে দিয়েছি। পরে নীতিভঙ্গের কারণে অ্যাকাউন্টটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের স্ট্রাইক সিস্টেম অনুযায়ী, আপাতত সাতদিন নতুন ভিডিও আপলোড বা লাইভস্ট্রিম করা যাবে না। প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে।

আরও পড়ুন:সুপ্রিম কোর্টের কমিটিতে কৃষি আইনের সমর্থকরাই! কৃষকরা ন্যায্য বিচার পাবে তো প্রশ্ন তুলে সরব মহুয়া

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version