রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

রাজভবনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে টানা একঘন্টা ধরে  বৈঠক করেন তিনি। রাজ্যপাল ট্যুইট করে নিজেই এই বৈঠকের কথা জানান।

সূত্রের খবর রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) আমন্ত্রণেই রাজভবনে আসেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে আসেন মুখ্যসচিব। প্রায় ১ ঘণ্টা বৈঠকের পরে রাজভবন থেকে বের হন মুখ্যসচিব। সূত্রের খবর, রাজ্যপাল ও মুখ্যসচিবের বৈঠকের বিষয়বস্তু ছিল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগে একাধিকবার টুইটে ক্ষোভ প্রকাশ করেন ধনকড়। সুষ্ঠু নির্বাচন পরিচালনার দাবি তিনি জানিয়েছেন। রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্নও তুলেছেন। এমতাবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল ও মুখ্যসচিবের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

 

আরও পড়ুন- ৮০ বছরের বেশি বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমদের জন্য পোস্টাল ব্যালট: সূত্র

Advt

Previous article৮০ বছরের বেশি বয়স্ক ও শারীরিকভাবে অক্ষমদের জন্য পোস্টাল ব্যালট: সূত্র
Next articleফেব্রুয়ারিতে করোনা টিকা পাবেন ২৫ হাজার গণমাধ্যম কর্মী