Monday, August 25, 2025

কাল কেন্দ্র-কৃষক বৈঠক ঘিরে অনিশ্চয়তা, সুপ্রিম কোর্টের কমিটি থেকে পদত্যাগ

Date:

কৃষক আন্দোলনের (farmers protest) ৫০ দিনের মাথায় কৃষি আইন (farm law) নিয়ে সমস্যা কাটার পরিবর্তে তা আরও জটিল আকার নিল। প্রথমত, সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া চার সদস্যের কমিটি থেকে পদত্যাগ করলেন কৃষক সংগঠনের নেতা। অন্যদিকে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি আইন পর্যালোচনার কাজ শুরু করায় আগামীকাল পূর্ব নির্ধারিত কেন্দ্র-কৃষক বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরকার ও কৃষক সংগঠনের একাংশ মনে করছেন, সর্বোচ্চ আদালত বিষয়টিতে হস্তক্ষেপ করায় এখন আর এধরনের বৈঠক করার যৌক্তিকতা নেই। সেক্ষেত্রে কাল নবম রাউন্ডের আলোচনা আদৌ হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এছাড়া কৃষক সংগঠনগুলির বক্তব্য, সরকারের কাছে তাদের একমাত্র দাবি, তিনটি কৃষি আইন পুরোপুরি বাতিল করা। কিন্তু গত আটটি বৈঠকে মোদি সরকার যে অনমনীয় মনোভাব নিয়েছে তাতে নতুন করে আবার বৈঠকে বসে লাভ কী?

এদিকে সুপ্রিম কোর্টের গঠন করা বিশেষজ্ঞ কমিটিতে শুধুমাত্র কেন্দ্রের কৃষি আইনের সমর্থক ব্যক্তিরা জায়গা পাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই এই কমিটি থেকে পদত্যাগের ঘটনা ঘটল। সুপ্রিম কোর্টের কমিটি থেকে সরে দাঁড়ালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি ভূপেন্দ্র সিংহ মান (bhupendra singh man)। তিনি ঘোষণা করেছেন, কৃষকদের স্বার্থের সঙ্গে তিনি সমঝোতা করতে পারবেন না। সেই কারণেই তিনি চার সদস্যের ওই কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে ভূপেন্দ্র বলেন, আমি নিজে একজন কৃষক ও কৃষক ইউনিয়নের নেতা। কৃষকদের ভাবাবেগ বর্তমানে সারা দেশের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছে। পঞ্জাবের জন্য এবং দেশের কৃষকদের স্বার্থে আমি যে কোনও পদ আমি ছাড়তে পারি। তাই আমি কমিটি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।

আরও পড়ুন- বাগবাজারের পর এবার জ্বলছে নিউটাউনের ঝুপড়ি

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version