ফের বর্ণবৈষম‍্যের স্বীকার সিরাজ, নতুন সংযোজন সুন্দর

সিডনির ( Sydney ) পর ব্রিসবেনেও ( Brisbane ) বর্ণবৈষম‍্যের স্বীকার মহম্মদ সিরাজ ( mohammad siraj)। এদিন ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের প্রথম দিনে ফের একবার কটূক্তি কর কথা বলা সিরাজের উদ্দেশে। এদিন সিরাজের পাশাপাশি ওয়াসিংটন সুন্দরের ( washington sundar) উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়। এমনটাই জানাল অস্ট্রেলিয়ার এক সংবাদ সংস্থা।

তৃতীয় টেস্টে বর্ণবৈষ‍ম‍্যের স্বীকার হয়েছিলেন মহম্মদ সিরাজ। সেই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে লিখিত অভিযোগ জানায় বিসিসিআই। সেই তদন্ত এখনও চলছে। ভারতীয় ক্রিকেটারদের কাছে ক্ষমাও চেয়েছিলেন ওয়ার্নার, স্মিথরা। কিন্তু কোথায় কি। ব্রিসবেনে নিজেদের পরিচয় দিতে ছাড়ল অজি সমর্থকরা।

এদিন অস্ট্রেলিয়া এক সংবাদপত্র জানাল, এদিন গ‍্যাব্বায় ২১৫ এবং ২১৬ নম্বর স্ট‍্যান্ড থেকে সিরাজের উদ্দেশে কটূক্তি করা হয়। একই কটূক্তি করা হয় সুন্দরের উদ্দেশেও। তবে ভারতের এই দুই ক্রিকেটার দর্শকদের দিকে ঘুরে পাল্টা কোন মন্তব্য করেনি। তবে এই গোটা বিষয়ে ভারতের পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন:কেরলের বিরুদ্ধে নামার আগে লাল-হলুদে সই অজয় ছেত্রীর

Advt

Previous articleস্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে নবগ্রাম বিদ্যাপীঠ স্কুলে ব্যাপক উত্তেজনা
Next articleইস্তফা দিলেন হলদিয়া পুরসভার শুভেন্দু-ঘনিষ্ঠ চেয়ারম্যান