Tuesday, May 6, 2025

‘একুশে বাংলা থেকে সাফ হয়ে যাবে বিজেপি’, মেননের বেফাঁস মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির

Date:

একুশের বিধানসভা নির্বাচন উপলক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছে যুযুধান দুই শিবির তৃণমূল(TMC) ও বিজেপি(BJP)। বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে দুই দলের নেতাদের মধ্যে। এমন সময়ে এবার বেফাঁস মন্তব্য করে দলকে বিপাকে ফেললেন পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন(Arvind Menan)। তৃণমূলকে বাংলার ক্ষমতা থেকে সরানোর কথা বলতে গিয়ে তিনি বলে বসলেন ‘২০২১ সালে বাংলা থেকে সাফ হয়ে যাবে বিজেপি’। তার এহেন মন্তব্যের পর গেরুয়া শিবির যেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে ঠিক তেমনি বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Saugata roy)।

একুশের নির্বাচনকে পাখির চোখ করে একাধিক কেন্দ্রীয় নেতাকে বাংলার দায়িত্বে পাঠিয়েছে বিজেপি। সেই তালিকায় পর্যবেক্ষক যেমন করা হয়েছে কৈলাস বিজয়বর্গীয়কে তেমনি সহ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছেন অরবিন্দ মেনন। ‌দায়িত্ব কাঁধে নিয়ে একাধিকবার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। ‌ সম্প্রতি বৃহস্পতিবার রাজ্যে এসে ভাষণ দিতে গিয়ে মুখ ফসকে বিজেপির মুখ কালো করে দিলেন অরবিন্দ মেনন। তিনি বলেন, ‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল অর্ধেক হয়ে গেছে। ২০২১ সালে বিজেপি সাফ হয়ে যাবে।’ দলের গুরু দায়িত্বে থাকা একজন ব্যক্তিত্বের মুখে এহেন মন্তব্য উঠে আসার পর স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে গিয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন:তৃণমূল-বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসকে ১০০ আসন ছাড়তে পারে আলিমুদ্দিন

অবশ্য তার এই মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে তৃণমূল। অরবিন্দ মেননের মন্তব্যের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘একেবারে ঠিক কথাই বলেছেন মেনন। ২০২১ সালে বাংলায় ফের ক্ষমতায় আসছে তৃণমূল।’

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...
Exit mobile version