Tuesday, November 11, 2025

‘দারুন স্বস্তির দিন’, টিকাকরণের প্রথম দিনে সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের অভিনন্দন হর্ষবর্ধনের

Date:

Share post:

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অবশেষে সাফল্যের পথে হাঁটতে শুরু করেছে ভারত। শনিবার সকালে দেশজুড়ে করোনা টিকাকরণ(Corona vaccination) প্রক্রিয়ার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime minister Narendra Modi)। এর ঠিক পর সন্ধ্যায় দেশের সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী(Central health minister) হর্ষবর্ধন(Harsh Vardhan)। সেখানে প্রথম দফায় এই অভিযান সফলভাবে সম্পন্ন করার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের অভিনন্দন জানালেন তিনি।

এ দিনের বৈঠকে দেশের সকল স্বাস্থ্যমন্ত্রীদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, ‘বিগত বছরের তুলনায় আজকের দিনটি আমাদের সকলের কাছে অত্যন্ত স্বস্তির একটি দিন। এক বছর ধরে করোনার বিরুদ্ধে লড়াইয়ের পর অবশেষে আমরা সাফল্য পেয়েছি। গত তিন থেকে চার মাসের নথি আমরা যদি দেখি তাহলে দেখতে পাব আমরা ক্রমশ সুস্থতার পথে পা বাড়িয়ে ছিলাম এবং ক্রমাগতভাবে কমছিল মৃতের সংখ্যা। বলার অপেক্ষা রাখে না করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা জয়ের পথে হাঁটছিলাম।’

 

পাশাপাশি করোনা ভ্যাকসিনের সাফল্যের জন্য বিজ্ঞানী, ডাক্তার, রিসার্চার, ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা এবং সর্বোপরি দেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘অত্যন্ত দ্রুততার সঙ্গে এই সাফল্যের জন্য আমি বিজ্ঞানী, ডাক্তার, রিসার্চার, ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা এবং সেই সমস্ত দেশবাসীকে ধন্যবাদ দিতে চাই যারা সাহসিকতা দেখিয়ে ভ্যাকসিন পরীক্ষার ভলেন্টিয়ার হিসেবে এগিয়ে এসে এই রিসার্চকে সফল করেছেন।’ পাশাপাশি তিনি আরও জানান, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনটি সঞ্জীবনী মতো আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা ক্রমশ জয়ের পথে হাঁটছিলাম। এবার এই জয় পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছে।’

আরও পড়ুন:ভোট প্রচারে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’র বঙ্গানুবাদ প্রকাশ বামেদের

উল্লেখ্য, শনিবার করোনা টিকাকরণ কর্মসূচির সূচনা করার পর সারা দেশে ১ লক্ষ ৬৫ হাজার ৭১৪জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। কলকাতায় প্রথম দিনে ১ হাজার ৭৩৭জনকে ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হয়েছে। রাজ্য জুড়ে এদিন ২০৭টি কেন্দ্রে করোনার টিকাকরণ কর্মসূচি চালানো হয়।

Advt

spot_img

Related articles

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...