নেতাজির জন্মজয়ন্তীতে কলকাতায় পদযাত্রা মমতার

আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ জন্মজয়ন্তীতে (Netaji Birthday Celebration) পদযাত্রা (Rally) করবেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)৷ ওইদিন শ্যামবাজার (Shyam Bazar) থেকে গান্ধীমূর্তি (Gandhi Sattue) পর্যন্ত হাঁটবেন তিনি৷ এবার নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী। যা প্রতিটি বাঙালির কাছে গর্বের একটা মাইল ফলক।

জানা যায়, ভারত মায়ের বীর সন্তান দুপুর ১২টা ১৫ মিনিটে জন্মগ্রহণ করেছিলেন নেজাজি সুভাষ চন্দ্র বোস ৷ ঠিক সেই সময়ে গোটা রাজ্যজুড়ে সাইরেনও বাজবে। রাজ্যবাসী-সহ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের কাছে তাই দেশনায়কের সম্মানে ওই সময় সকলে যেন ঘর থেকে শাঁখ বাজান, আর্জি মুখ্যমন্ত্রীর ৷ তিনি বলেছিলেন, “শাঁখ না বাজাতে পারলে উলুধ্বনি দিন ৷ মুসলিমরাও নেতাজির সম্মানে আজান দিকে পারেন ৷”

প্রসঙ্গত, বাঙালির ভাবাবেগকে ছুঁতে নেতাজির জন্মজয়ন্তীকে এবছর বাড়তি গুরুত্ব দিয়েছে কেন্দ্র তথা শাসক দল বিজেপি ৷ বছরভর উদযাপনের পরিকল্পনা কেন্দ্রের। ইতিমধ্যেই তৈরি হয়েছে কমিটি। এমনকি, ওই বিশেষ দিনে কলকাতার ভিক্টরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেওয়ারও কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কেন্দ্র সরকারের সেই পরিকল্পনাকে টেক্কা দিতে ঢালাও একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- ভোট প্রচারে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’র বঙ্গানুবাদ প্রকাশ বামেদের

Advt

 

Previous articleভোট প্রচারে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’র বঙ্গানুবাদ প্রকাশ বামেদের
Next article‘দারুন স্বস্তির দিন’, টিকাকরণের প্রথম দিনে সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের অভিনন্দন হর্ষবর্ধনের